বিএনপি এই মুহূর্তে তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর মধ্যে খালেদা জিয়ার মুক্তি, জনমত সৃষ্টি করে জোটের পরিসর আরও বাড়িয়ে ঐক্য সৃষ্টি করা এবং সর্বশেষ সবাইকে নিয়ে আন্দোলন এমন পর্যায়ে নেওয়া যাতে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হয়।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করছি কিন্তু সরকার নানা কৌশলে তার মুক্তি বিলম্বিত করার চেষ্টা করছে। দেশনেত্রীকে কারাবন্দি করার পর থেকেই আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছি।
কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। তাই ধীরে ধীরে আমাদের কঠোর কর্মসূচি দিতে যেতে হবে। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, সবকিছুর একটা সময় আছে। আপনাদের সেই সময়ের অপেক্ষা করতে হবে। সময় আসলে অবশ্যই কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনটি কারণে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হতে পারবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগের সময়কালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে।
আরেকটি হলো রক্ষী বাহিনী। তাদের অত্যাচারে দেশের প্রায় ৪০ হাজার বিরোধী দলের নেতা-কর্মী খুন হয়েছে। এই রক্ষী বাহিনী যে কোনো বাড়িতে ঠুকতে পারত। তারা যে কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারত, কোন জব্দ তালিকা তাদের দিতে হতো না।
সবশেষ, একদলীয় স্বৈরাচারী বাকশালি শাসনব্যবস্থা তারা কায়েম করেছে। এই তিন কলঙ্ক থেকে তারা মুক্ত হতে পারবে না।