লন্ডনে ফখরুলকে তলব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লন্ডনে তলব করেছেন তারেক জিয়া। মির্জা ফখরুলের সঙ্গে লন্ডনে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আউয়াল মিন্টু। গতকাল তারেক জিয়া টেলিফোন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠিয়েছেন।

বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপির নেতৃত্বের পরিবর্তন এবং আন্দোলনের ব্যাপারে নীতি নির্ধারণী সিদ্ধান্তের জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠানো হয়েছে।

বিএনপির একাধিক সূত্র বলছে, তারেক জিয়া যে রকম আন্দোলন চাচ্ছেন, তাঁর সঙ্গে একমত নন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব চান, ধাপে ধাপে আন্দোলনকে নির্বাচন মুখী করতে। মির্জা ফখরুল যেকোনো পরিস্থিতিতে আগামী নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচনে তিনি একটি ঐক্যবদ্ধ প্লাটফরম করতে চান। সেখানে তিনি যুক্তফ্রন্টসহ অন্যান্য সংগঠনকেও রাখতে চান।

অন্যদিকে তারেক জিয়া চান একটি গণঅভ্যুত্থান। যেকোনো উপায়ে সরকারের পতন। তারেক মনে করেন সরকারের পতন ছাড়া নির্বাচন করে কোনো লাভ হবে না। এসব মত পার্থক্য নিয়ে আলোচনার জন্যই ফখরুলকে লন্ডনে ডাকা হয়েছে।

একাধিক সূত্র বলছে, দুজনের সমঝোতা না হলে সম্ভবত বিএনপিতে সমাপ্ত হবে ফখরুল অধ্যায়।

বাংলা ইনসাইডার