আবার প্রিন্স সালমানের নুতন চমক!

সৌদি আরবের মন্ত্রিসভায় গতকাল শনিবার বড় ধরনের রদবদল হয়েছে। বাদশাহর ছেলে ও ভবিষ্যৎ উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপপ্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মন্ত্রিসভায় এটি দ্বিতীয় রদবদলের ঘটনা। রক্ষণশীল সৌদি আরবে যুবরাজ তাঁর নেওয়া ব্যাপক সংস্কার কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নিতে সক্ষম ব্যক্তিদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে চমক দেখালেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বাদশাহ সালমান দেশটির শ্রম, ইসলাম-বিষয়ক ও সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, সংস্কৃতির বিকাশ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। এ ছাড়া স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ, পরিবহন ও জ্বালানি, শিল্প ও খনিজ মন্ত্রণালয়ে উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

বেসরকারি খাতের বড় ব্যবসায়ী আহমেদ বিন সুলেমান আল-রাজিকে শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী করা হয়েছে। সৌদি চেম্বার অব কমার্সের সভাপতি আল-রাজিকে শ্রমমন্ত্রীর পদে নিয়োগ দেওয়ার পেছনে কর্মসংস্থানের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে।
সংস্কৃতিবিষয়ক নতুন মন্ত্রণালয় গঠনের নির্দেশ দিয়েছেন বাদশাহ। প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় পুলিশের সাবেক প্রধান আবদুল লতিফ বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল আল-শেখকে ইসলাম-বিষয়ক মন্ত্রী করা হয়েছে। যুবরাজ বিন সালমানকে প্রধান করে করা রাজকীয় কমিশন পরিবেশ, পবিত্র নগর মক্কা ও জেদ্দার লোহিত সাগরের ঐতিহাসিক এলাকার সুরক্ষায় কাজ করবে।