শেষ ইচ্ছাপূরণ করতে গাড়িসহ এক ব্যক্তির মরদেহ কবর দেওয়া হল! শুনতে অবাক লাগলেও এই ঘটনা ঘটেছে চীনের হেবেই প্রদেশে। খবর বাংলাদেশ জার্নালের।
জীবিত থাকা অবস্থায় গাড়িতে একটু ঘষা লাগলেই তেড়ে আসতেন। নিজের গাড়িটি ছিল প্রাণের চেয়েও প্রিয়। আর তাই মৃত্যুর পর কবরেও গেলেন গাড়ির সঙ্গে!
কিউ নামে ওই ব্যক্তি বলেছিলেন, তিনি মারা গেলে তাকে যেন নিজের প্রিয় সেডান গাড়িটির সঙ্গেই কবর দেওয়া হয়। আর তার এই শেষ ইচ্ছেপূরণ করল কিউয়ের পরিবার।
২৮ মে নিজের গ্রামে মারা যান কিউ। তারপর তার উইল অনুযায়ী, কিউয়ের এক দশকেরও পুরনো সেডান গাড়িতে তার মৃতদেহটি ঢুকিয়ে কবর দেওয়া হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।