সেই ফিলিস্তিনি নার্সের জানাজায় হাজারও মানুষ

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি নার্স রাজন আল-নাজ্জারের জানাজায় হাজারও মানুষ অংশগ্রহণ করেছেন।

গত শুক্রবার গাজার খান ইউনিস সীমান্তে ইসরাইল-বিরোধী এক বিক্ষোভে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন ২১ বছর বয়সী রাজান আল-নাজ্জার।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জাওয়াদ আওয়াদ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ১৪ মে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনায় গাজা উপত্যকায় ব্যাপক বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলি ও টিয়ারসেলে অন্তত ১২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটে। এ সংঘাতে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়।