পাকিস্তানে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতের মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদ৷ হাফিজের সংগঠন জামাত উদ দাওয়া একটি রাজনৈতিক মঞ্চ গড়েছে৷ ‘আল্লা হু আকবর তেহরিক’নামে সংগঠনের হয়েই ভোটে নেমে পড়েছেন হাফিজ৷ ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকেই হাফিজকে নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার চাপের মুখে পড়েছে পাকিস্তান৷
আমেরিকা ও ভারতের চাপে জঙ্গি নেতাকে প্রাথমিকভাবে বন্দি করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পাক সরকার৷ জমকালো মিছিল করে হাফিজ সঈদকে বরণ করা হয় তার বাড়িতে৷ এরপরই রাজনীতিতে নেমে পড়েন হাফিজ৷ আল্লা হু আকবর তেহরিক সংগঠনটি পাক নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত৷ ফলে সেই সংগঠনের হয়ে প্রচারে বৈধতা পেয়েছে হাফিজ সঈদ৷
পাঞ্জাব প্রদেশের কয়েকটি আসনে এই জঙ্গি সংগঠনের রাজনৈতিক মঞ্চ প্রার্থী দেবে ধারণা করা হচ্ছে৷ তবে হাফিজ সঈদের প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি৷
জাতীয় নির্বাচন ঘিরে পাকিস্তানের অভ্যন্তরীণ মহল প্রবল উত্তপ্ত৷ কার্যকরী প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন নাসিরুল মুলক৷ মূল লড়াই নওয়াজ শরিফের পিএমএল (এন) বনাম প্রয়াত বেনজির ভুট্টোর দল পিপিপি-র মধ্যে হবে৷ তবে কয়েকটি এলাকার প্রবল শক্তি নিয়ে হাজির হচ্ছে ইমরান খানের তেহরিক ই ইনসাফ৷