সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
পাখি
— লীলা মজুমদার
২১। ‘অবধি’ শব্দের অর্থ কী?
ক) মুহূর্ত খ) পর্যন্ত
গ) চিত্কার ঘ) চেষ্টা
২২।‘নিমেষ’ শব্দের অর্থ কী?
ক) পলকফেলা খ) মুহূর্ত
গ) একদৃষ্টে ঘ) একগুচ্ছ
২৩। ‘মগডাল’ শব্দের অর্থ কী?
ক) নিচের ডাল খ) উপরের ডাল
গ) ভাঙা ডাল ঘ) শুকনা ডাল
২৪।‘পাখি’ গল্পটি মূল উদেশ্য কী?
ক) প্রানীর প্রতি ভালবাসার নিদর্শন তুলে ধরা
খ) কুমুর সেরে ওঠা
ুগ) কুমু ও লাটুর বন্ধুত্ব
ঘ) কুমুর অসুস্থতা
২৫।‘পাখি’ গল্পটি লীলা মজুমদারের কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক) হলদে পাখির পালক
খ) বদ্যিনাথের বাড়ি
গ) চিরকালের সেরা ঘ) দিনদুপুরে
২৬। কুমু সুস্থ হওয়ার প্রেরণা পায় কী থেকে?
ক) পাখির সেরে ওঠা দেখে
খ) লাটুর সেবা যত্ন দেখে
গ) অসংখ্য বুনো হাঁস দেখে
ঘ) দিম্মার কাছে গল্প শুনে
২৭। বুনো হাঁসটি আহত হয় কী করে?
ক) বিড়ালের আক্রমণে
খ) বন্দুকের গুলির আঘাতে
গ) শিয়ালের আক্রমণে ঘ) অন্য পাখির আক্রমণে
২৮। পাখিটির প্রতি গল্গে দুজন কিশোর কিশোরীর যে মনোভাবটি ফুটে উঠেছে-
i অকৃত্রিম মমত্ববোধ
ii. সমবেদনা
iii. ঘৃণা
নিচের কোনটি সঠিক?
ক) ii ও iii খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) i ও iii
২৯। কুমুকে দ্রুত সুস্থ করার জন্য রেখে আসা হয়েছিল-
i. দিদিমার কাছে
ii. নানির কাছে
iii. সোনাঝুড়িতে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i ও iii
৩০। লেবু গাছের পাতার আড়ালে কুমু দেখতে পেল-
i. একটা বুনো হাঁস
ii. ছাই রঙের বুনো হাঁস
iii. বিড়াল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i ও iii
৩১। কুমু আর লাটু পাখিটির জন্য যা করল-
i. ডানায় হলদে মলম লাগিয়ে দিল
ii. লেবু গাছের ডালে ঝুড়ি দিয়ে বাসা বেঁধে দিল
iii. লেপের তলায় এনে দিল
নিচের কোনটি সঠিক?
ক) ii ও iii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, iii
৩২। কুমুর পা ভালো হলে কুমু-
i. মার কাছে থাকত
ii. রোজ স্কুলে যেত
iii.সন্ধ্যেবেলায় সাঁতার শিখত
নিচের কোনটি সঠিক?
ক) i , ii ও iii খ) i ও ii
গ) i ও iii ঘ) iiও iii
৩৩। পাখির সেরে ওঠা দেখে আনন্দের চোটে কুমু-
i. ঘরময় হেঁটে বেড়ায়
ii. নিজের বিছানা নিজে পাতে
iii.নিজে স্নান করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iiও iii
গ) i , ii ও iii ঘ) i ও iii
৩৪। আহত পাখিটির সেবা করে সারিয়ে তুলছিল-
i. দিদিমা ii. লাটু iii. কুমু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) iiও iii
গ) i , ii ও iii ঘ) i ও iii
(নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
মায়া মেধাবী ছাত্রী। সে নিয়মিত স্কুলে যায়। একদিন স্কুল থেকে ফেরার পথে সে রাস্তায় একটি বিড়াল দেখতে পেল। বিড়ালটি অনেক ছোট ছিল। পায়ে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল যে কারণে বিড়ালটি হাঁটতে পারছিল না। এটা দেখে মায়ার খুব কষ্ট হলো সে বিড়ালটিকে বাড়ি নিয়ে গেল তারপর বাবার কাছ থেকে ঔষধ নিয়ে বিড়ালটির পায়ে লাগিয়ে দিল এবং বিড়ালটিকে কিছু খাবার খেতে দিল।
৩৫। উদ্দীপকে উল্লিখিত ‘মায়া’ চরিত্রের সাথে ‘পাখি’ গল্পের কোন চরিত্রটির মিল লক্ষ্য করা যায়?
ক) দিদিমা খ) কুমু
গ) রত্না ঘ) কুমুর মা
৩৬। উদ্দীপকে মায়ার প্রাণীর প্রতি যে দিকটি ফুটে ওঠেছে-
i. ভালোবাসা ii. সমবেদনা
iii. ঘৃণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iiখ) ii ও iii
গ) i, ii ও iiiঘ) i ও iii
উত্তর
২১.খ ২২.খ ২৩.খ ২৪ ক ২৫.গ ২৬.ক ২৭ গ ২৮.খ ২৯.
ঘ ৩০.ক ৩১.গ ৩২ ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ,৩৬ ক