শরীফ সাথী’র দু’টি ছড়া কবিতা

শরীফ সাথী’র দু’টি ছড়া কবিতা

ঈদ খুশিতে
শরীফ সাথী

ঈদ খুশিতে আনন্দেতে
মনটা আমার নাচে,
নতুন নতুন পোশাক হবে
ইচ্ছে এমন আছে ৷
তাইতো বাবার কানের কাছে
তুলি গানের ছন্দ,
এবার ঈদে এরূপ চাওয়া
নয়তো মোটে মন্দ ৷
নতুন পোশাক গায়ে পোরে
ঘুরবো সারাদিন,
বন্ধু মিলে খাওয়া দাওয়া
দিন হবে রঙিন ৷

ফুল সাজানো পুতুল
শরীফ সাথী

গাঁয়ের পাশের নদীর তীরে
কদম গাছের ফুল,
জৈষ্ঠ শেষে ফুটে আছে
নেই মনে তাঁর ভুল ;
গাছের ডালে গাছের তলে
খোকা খুকু অনর্গলে
করছে হুলস্থুল ৷
সকাল দুপুর বিকাল সাঁঝে
চলছে খেলা ফুল দিয়ে,
খোকা খুকু ফুলের সাজে
দিচ্ছেতো পুতুল বিয়ে ৷
কদম ফুল আর পুতুল বিয়ের
ধুম পড়েছে পাড়া গাঁয়ে,
হৈ হুল্লোড় খুশির জোয়ার
বইছে যেন সারা গাঁয়ে ৷

শরীফ সাথী
সম্পাদক: শীর্ষ সাহিত্য পত্রিকা
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১। বাংলাদেশ।