দেশ-বিদেশে যোগাযোগের উন্নত এক মাধ্যম – মোবাইল । মোবাইলে আত্মীয়স্বজন, বন্ধু, প্রিয়জনদের সাথে কথা বলে মনের খোরাক মেটানো যায় । একই কোম্পানির সিমে ফোন কলকে বলা হয় অননেট । এক কোম্পানির সিম হতে অন্য কোম্পানির সিমে ফোন কলকে বলা হয় অফনেট । ল্যাণ্ডফোন ব্যতিক্রম । বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মাননীয় মোস্তাফা জব্বারের কথা–“অফনেট এবং অননেট কলে এক রেট করার সিদ্ধান্ত হয়েছে । এতে গ্রাহক স্বস্তি পাবে, কথা বলার খরচ কমবে । এছাড়া বড় অপারেটরগুলো একতরফা সুবিধা নিতে পারবে না । অন্যদিকে ছোট অপারেটর থেকে বড় অপারেটরে কল করার খরচও কমে আসবে ।“ আমি জানাই বাংলাদেশে সর্বনিম্ন কলরেটের পাশাপাশি সমস্ত কোম্পানির সিমে অননেট, অফনেট, ল্যাণ্ডফোন ফ্রী কলিং চালু করা হোক । ভারতে ভোডাফোন বা এয়ারটেল সিমে ৯৯ টাকা রিচার্জ করলে ২৮ দিন আনলিমিটেড ফ্রী কল করা যায় সাথে ১ জিবি নেট ফ্রী পাওয়া যায় । ভারতীয় এয়ারটেল সিমে ৫৫৮ টাকা রিচার্জ করলে প্রতিদিন ৩ জিবি করে ফ্রী ও লোকাল, এসটিডি, রোমিং কল ফ্রী সাথে প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাচ্ছে ৮২ দিনের জন্য । ভারতের বিভিন্ন কোম্পানির সিমে এমন বিভিন্ন অফার কম/বেশি পাওয়া যাচ্ছে । জিও গ্রাহকদের ভালো অফার দিচ্ছে । তবে সময়ে সময়ে অফার পরিবর্তন হয় । ভারতের মতোই বাংলাদেশ ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে । ডিজিটাল যুগে বাংলাদেশের সমস্ত কোম্পানির সিমে কম/বেশি এমন ফেসিলিটি বা অফার চালু করা সম্ভব মনে করি । তাছাড়াও ভারতের মতোই বাংলাদেশে এম.এন.পি চালু করা হোক । এম.এন.পি চালু হলে সিম দুর্নীতি অনেকটাই কমে যাবে মনে করি । বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী সহ বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনার কাছে আবেদন বাংলাদেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে ফ্রী কলিং ও এম.এন.পি চালু করা হোক ।
— মুন্সি দরুদ (কলম মানব)
কাজীপাড়া
শান্তিনিকেতন,
জেলা – বীরভূম, পশ্চিমবঙ্গ
তারিখ = ০১-জুন-১৮