সাকিবদের কণ্ঠে ‘মাইয়া তুই বড় অপরাধী তর ক্ষমা নাই রে’ (ভিডিও সহ )

তরুণ সঙ্গীতশিল্পী আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’ গানটি ভাইরাল হয়েছে। ‘একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম। তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম।’ আরমান আলিফের এই গানটি ইতোমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ফেসবুক-টুইটার এবং ইউটিউবে। এক কথায় সবার মুখে এখন ‘একটা সময় তোরে আমি সবই ভাবিতাম’ গানটি।

তবে এবার আলিফের সেই গানটি গাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে টিম টাইগার এখন ভারতের দেরাদুনে। সেখানে সবাই যে খোশ মেজাজে রয়েছেন তা ড্রেসিং রুমের অবস্থা দেখলেই বুঝা যায়। শনিবার (২ জুন) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাকিবসহ দলের সবাই বসে গলা ফাটিয়ে গানটি গাচ্ছেন।

প্রসঙ্গত, তিনি ম্যাচ সিরিজের আগে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটিতে হেরে যায় বাংলাদেশ। তাতে মোটেও চিন্তিত নয় টাইগারা। তাদের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মূল পর্বে ভালো পারফর্ম করা।

ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, সৌম্য সরকারও। বেশ মজা করেই গানটি গাইতে দেখা গেছে সবাইকে। এরই মধ্যে ক্রিকেটারদের গাওয়া ‘অপরাধী’ গানের ভিডিওটি ফেসবুকে ভাইরালের পথে।

দেখুন ভিডিও………