বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলার তিনি। টি-২০ এবং একদিনের ক্রিকেটে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় নাম্বার বোলার রশিদ। সর্বশেষ আইপিএলে করেছেন নজরকাড়া পারফরম্যান্স। বলের পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত।
অথচ এই রশিদ যদি তার মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতেন, তাহলে আজ তার ক্রিকেটার হওয়াই হতো না। সেক্ষেত্রে আফগানিস্তানও পেত না এমন এক অসামান্য ক্রিকেটারকে। সম্প্রতি ভারতী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘ক্রিকেট খেলা নিয়ে আমার মা খুব ভয় পেতেন।
এর পিছনে রয়েছে একটাই কারণ। সেটা হল বলের আকৃতি। বড় এবং ভারী বল দেখলে মা ভয় পেয়ে যেতেন। বল যদি এসে আমার শরীরে লাগে, তাহলে আমি চোট পাব, এই ভেবেই মা ভয় পেতেন। এখনও অবশ্য মায়ের চিন্তা রয়েছে তা নিয়ে। সব সময়েই ভাবেন এই বুঝি আমার চোট লেগে গেল।’
মায়ের কথা সে সময় অক্ষরে অক্ষরে শুনলে আজ হয়তো ক্রিকেট বিশ্বে বিস্ময় বালক রশিদ খানের আবির্ভাব হতো না।