নেইমার ভক্তদের জন্য এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে

কদিন আগেই অস্বস্তির খবরটা দিয়েছিলেন নেইমার। শতভাগ ফিট নন তিনি। তবে অনুশীলনে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছিলেন পিএসজি স্ট্রাইকার। কিন্তু এর মধ্যে আরেকটা হতাশার খবর শুনতে হলো ব্রাজিল ভক্তদের। সেলেকাওদের বিশ্বকাপের মূল ক্যাম্প থেকে ছিটকে গেছেন নেইমার।

আগামী ১৪ জুন শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। ষষ্ঠ শিরোপা মিশন শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার প্রথমটা রোববার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। তবে
ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচটা নেইমার খেলতে পারবেন কিনা সেই সংশয়টা রয়েই গেল।

বৃহস্পতিবার ব্রাজিলের অনুশীলনে আক্রমণভাগে ছিলেন ফিলিপ্পে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস। মারকুইনহসের জায়গায় ডিফেন্ডার থিয়াগো সিলভা দিয়ে অনুশীলন করিয়েছেন ব্রাজিল কোচ টিটে। অনুশীলনে থাকার কথা ছিল রেনাতো অগাস্টোরও।

ডান পায়ের চোট ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে ছিটকে দিয়েছে অ্যানফিল্ডের ক্রোয়েশিয়া ম্যাচ থেকে। তবে ভয়ের কিছু নেই। হালকা বিশ্রামেই ঠিক হয়ে উঠবেন অগাস্টো। ধারণা করা হচ্ছে ব্রাজিল কোচ টিটে তাকে এক সপ্তাহের বিশ্রাম দিতে পারেন।

বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছিল ব্রাজিল। নিজেদের দেশ কয়েকদিনের ক্যাম্প শেষে সেলেকাওরা তাঁবু টানিয়েছে ইংল্যান্ডে। লন্ডনে
টটেনহামের অনুশীলন কেন্দ্রে ব্রাজিলের এই ক্যাম্প চলবে ৮ জুন পর্যন্ত। বিশ্বকাপের আগে আগামী ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে পাঁচবারের বিশ্ব