এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাতিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। কলকাতা নাইটরাইডার্সকে একার হাতে তিনি হারিয়ে দিয়েছেন। ব্যাট হাতে নেমে শেষের দিকে ঝড় তুলেছেন। পরে বল হাতে কেকেআর-এর যাবতীয় প্রতিরোধ ভেঙে দিয়েছেন রশিদ। ফাইনালে চেন্নাই সুপার কিংস রশিদের চার ওভারে ঝুঁকি নেয়নি।
অথচ এহেন রশিদ যদি তাঁর মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতেন, তাহলে আজ তাঁর ক্রিকেটার হওয়াই হতো না। সেক্ষেত্রে আফগানিস্তানও পেত না এমন এক অসামান্য ক্রিকেটারকে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘‘ক্রিকেট খেলা নিয়ে আমার মা খুব ভয় পেতেন। এর পিছনে রয়েছে একটাই কারণ। সেটা হল বলের আকৃতি। বড় এবং ভারী বল দেখলে মা ভয় পেয়ে যেতেন। বল যদি এসে আমার শরীরে লাগে, তাহলে আমি চোট পাব, এই ভেবেই মা ভয় পেতেন। এখনও অবশ্য মায়ের চিন্তা রয়েছে তা নিয়ে। সব সময়েই ভাবেন এই বুঝি আমার চোট লেগে গেল।’’
মায়ের কথা কর্ণপাত করেননি রশিদ। ভাগ্যিস তিনি শোনেননি। শুনলে আজ আমরা ক্রিকেটার রশিদকে পেতাম না।