তিনি বীরেন্দ্র সেহবাগ। ভারতীয় তথা বিশ্বক্রিকেটের এক চিরকালীন বিস্ময়। সেই অর্থে ফুটওয়ার্ক মজবুত নয়। তবুও স্রেফ দুরন্ত হ্যান্ড-আই কো-অর্ডিনেশনকে কাজে লাগিয়েই কিস্তিমাত। কোনও ভারতীয় যে কাজ পারেননি, একা সেহবাগ তা করেছেন দু’বার (টেস্টে ত্রিশতরান)। টেস্ট হোক বা ওয়ানডে— সেহবাগের ব্যাটের ঝড়ে উড়ে গিয়েছে বিশ্বের তাবড় বোলারদের প্রতিরোধ। এহেন সহবাগ কিন্তু মাঠে থাকতেন অসম্ভব ফুরফুরে মেজাজে। আর অবসরের পরেও তাঁকে দেখা যাচ্ছে এই মনোভাব নিয়ে চলতে। মাঠের বাইরেও হাসিখুশি এক মানুষ বীরু। বৃহস্পতিবার তিনি শেয়ার করেছেন এক মজার টুইট, যা এরই মধ্যে মন জিতেছে টুইটারাত্তিদের। এরই মধ্যে সেটি রিটুইট করেছেন প্রায় ২ হাজার জন।
টুইটটিতে দেখা যাচ্ছে স্বামী-স্ত্রী ও শাশুড়ির সম্পর্ক নিয়ে মজার এক ভিডিও। স্বামী স্ত্রী’র পা ধুইয়ে দিচ্ছিলেন। সেই অবস্থায় আচমকাই ছেলেটির মা সেখানে উপস্থিত হন। তখনই ছেলে ঘাবড়ে গিয়ে নিজের মাথা জল দিয়ে ধুতে থাকে। স্ত্রীও মন দিয়ে স্বামীর মাথাতেই জল দিতে থাকেন। এমনই মজার ওই ভিডিও-র শিরোনামে সেহবাগ লেখেন— ‘যখন আপনার শাশুড়ি আচমকাই উপস্থিত হন।’ দেখে নিন সেই ভিডিও—
ভিডিওটি সকলেই পছন্দ করেছেন। এমনিতেই সেহবাগ অবসর নেওয়ার পরেও জনপ্রিয়। টুইটারে করা তাঁর টুইট বরাবরই নেটিজেনদের খুশি করেছে। মাঝেমধ্যে অবশ্য সুর কেটেছে। তাঁর কোনও কোনও রসিকতাকে অনেকেই পছন্দ করতে পারেননি। তবু, সেহবাগ আছেন সহবাগেই। কিশোর কুমারের গান গাইতে গাইতে যেভাবে শোয়েব, ব্রেট লি-দের সীমানার বাইরে ফেলেছেন, সেভাবেই অনায়াসে সামলেছেন নতুন বিতর্ক। এই মেজাজের জন্যই তো নবাব। নজফগড়ের নবাব।