মেসিকে যে মন্ত্র দিলেন ম্যারাডোনা

হাতের নাগালে ছুঁই ছুঁই করছে রাশিয়া বিশ্বকাপ ২০১৮। আর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে আর্জেন্টাইন ফুটবলার মেসিকে নিয়ে। ভিনগ্রহের এ ফুটবলারের যে বিশ্বকাপ ট্রফিটা জেতা ছাড়া আর সব স্বপ্নই পূরণ হয়েছে এক জনমে। বিশ্বকাপে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে ফুটবল জাদুকর জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার কাছ থেকে সুপরামর্শ নেবেন না তা কি হয়? মেসি- ম্যারাডোনা

কারও কথায় কান না দিয়ে খেলা উপভোগ করা। যত দিন সম্ভব খেলা চালিয়ে যাওয়ার মন্ত্র দিলেন ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, আমি মেসিকে কোনো কিছু না ভেবে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেব। নিজের খেলা উপভোগ করতে বলব। ও বিশ্বকাপ জিতুক বা না জিতুক, সমালোচকদের কথায় কান দেওয়ার দরকার নেই। আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবল কারও কাছে মেসির নতুন করে কিছু প্রমাণ করার নেই।

১৯৮৬ সালের বিশ্বকাপের আর্জেন্টাইন নায়ক আরও বলেন, আমি সাম্পাওলিকে চিনি না। আমি জানি না ও কেমন খেলত। তবে আমি আর্জেন্টিনা দলের অনেক ফুটবলারকে জানি। আমি নিশ্চিত ওরা নিজেদের সবটুকু উজাড় করে দেবে। আমার মনে হয় ওদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ আছে।