বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর বিমান

ভারতের দেরাদুনে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ এবং ৭ই জুন মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। আফগানিস্তানের হোম সিরিজে ভারতের উত্তরখণ্ডের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ‘বাংলাদেশের ধূলিকণায় মিশে আছে ক্রিকেট। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘বিমান’ জনপ্রিং খেলাধুলার সঙ্গে অতীতের মতো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিমান ক্রিকেট দল প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করে ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত । দেশে ক্রিকেটার তৈরিতে বিমান ভূমিকা রেখেছে সব সময়। দেশের দাবা, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন দলের পৃষ্ঠপোষকতায়ও বিমানের গৌরবময় ঐতিহ্য রয়েছে।’ ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি স্পন্সর করে বিমান। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্পন্সরও ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।