প্রিয় দলের খেলা দেখার জন্য বিশ্বকাপের টিকিট কাটলেন পাপন

আর মাত্র কয়েদিন পরে রাশিয়া ফুটবল বিশ্বকাপ। তবে রাশিয়ায় যতটা না মাতামাতি হচ্ছে তার চেয়ে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাতামাতি হচ্ছে তার চাইতে বেশি। সবাই মুখিয়ে আছে প্রিয় দলের খেলা দেখার জন্য। ফুটবল বিশ্বকাপ নিয়ে আমজনতা থেকে শুরু করে দেশে রাজনীতিবিদদের মধ্যে উত্তেজনা কাজ করছে।

বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের একটা উত্তেজনা গেলে থাকে অফিস, পাড়ায় রাস্তাসহ সব খানে। অন্যদলের তুলনায় বাংলাদেশে এই দুই দলের সমর্থক বেশি।

এদিকে প্রিয় ফুটবল দলের খেলা দেখার জন্য বিশ্বকাপের টিকিট কেটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। নেইমারের দল ব্রাজিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির প্রিয় দল। তাই প্রিয় ব্রাজিলের খেলা গ্যালারিতে বসে দেখার জন্য ইতোমধ্যে রাশিয়ার টিকিট কেটেছেন। তবে বিসিবি সভাপতি যে টিকিট কেটেছেন সেটি ফাইনালের। তার মানে তিনি ধরেই নিয়েছেন বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল।

পাপনের মতে, ব্রাজিলের সমর্থক টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল’ও। এবারের বিশ্বকাপে পাপন ও তামিমের বিশ্বাস ব্রাজিল ফেবারিট হিসেবেই জিতবে বিশ্বকাপ।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের গ্যালাতে বসে বিসিবি সভাপতি রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উপভোগ করবেন। দারুণ রোমাঞ্চিত নাজমুল হাসান এই মধ্যে ম্যাচের ও বিমানের টিকিট’ও নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ দলে ক্রিকেট তারকা তামিমের প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার তার ইচ্ছে রয়েছে। তবে বোর্ড প্রধানের মতো ফুটবল রোমান্টিক তামিম চাইলেও রাশিয়ায় গিয়ে খেলা উপভোগ করতে পারছে না। কারণ ঐ সময়ে ওয়েষ্ট ইন্ডিজ সফরে থাকবেন তামিম।