বাংলাদেশকে ৮ উইকেটে হারাল আফগানিস্তান

স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে দেরাদুন সফররত বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

১৪৫ রানের জবাবে ব্যাট করতে ১৭.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় আফগানিস্তান।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। মিডেল ওভারে এসে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এসে দলের বিপদে হাল ধরেন।

শুরুর দিকে দ্রুত উইকেট পতনের পর রিয়াদ ও মুশফিক দলের হাল ধরেন। এরপর মিডেল ওভারে এসে আফগান বোলার জিয়াউর রহমান পর পর দুই ওভারে রিয়াদ ও মুশফিকফে আউট করেন।

শেষ পর্যন্ত আরিফুল এবং মোসাদ্দেক হোসেনের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।