কাতারের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি?

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে কাতারের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। কাতারের ওপর আরব বিশ্বের যে কয়েকটি দেশ অবরোধ আরোপ করেছে সৌদি তাদের মধ্যে অন্যতম।

কাতারের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোকে লেখা এক চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য দোহা যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বাদশাহ সালমান বলেন, দোহা এস-৪০০ কিনলে মধ্যপ্রাচ্যে রিয়াদের নিরাপত্তাগত স্বার্থ বিপন্ন হবে।

কাতার যেন রাশিয়ার কাছ থেকে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে ফরাসি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন বাদশাহ সালমান। চিঠিতে তিনি বলেন, কাতার এস-৪০০ কিনলে সৌদি আরব ওই ব্যবস্থা ধ্বংস করার জন্য সামরিক ব্যবস্থাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকবে।

গত জানুয়ারিতে রাশিয়ায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা একটি উন্নত অবস্থানে রয়েছে।

সন্ত্রাসে সহায়তা ও অর্থ প্রদানের অভিযোগ এনে গত বছরের জুনের ৫ তারিখে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত এবং মিসর। কিন্তু এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

এদিকে, গত অক্টোবরে মস্কো সফরকালীন এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেন সৌদি বাদশাহ সালমান।