সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা।
হুঁশিয়ারি উচ্চারণ করে আল-কায়েদার শুক্রবার প্রকাশিত এক বুলেটিনে বলেছে, প্রিন্স মোহাম্মদের নতুন যুগে মসজিদকে সিনেমা হল বানানো হচ্ছে। তিনি ইমামদের বইয়ের বদলে বেছে নিচ্ছেন পূর্ব ও পশ্চিমের নাস্তিক ও ধর্মনিরপেক্ষদের বই। এগুলো দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে দিচ্ছে বলে একিউএপির দাবি।
বছরখানেক আগে সৌদি সিংহাসনের উত্তরসূরি হওয়ার পরে দেশটির সমাজে নতুন পরিবর্তনের হওয়া বইয়ে দেন মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে হাত দেন তিনি।
দেশটিতে প্রেক্ষাগৃহ চালু হয়েছে। গাড়ি চালাতে নারীদের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হচ্ছে। সৌদি যুবরাজ দেশটির ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে উদারপন্থী ইসলামের দিকে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
সমালোচকরা বলেন, নিজের ক্ষমতা সুসংহত করতে সংস্কার কর্মসূচিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
গত এপ্রিলে জেদ্দায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) আয়োজনের পর আল কায়েদা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেছে, নারী-পুরুষের জমায়েতের সামনে বিদেশি অবিশ্বাসী রেসলাররা তাদের যৌনাঙ্গ প্রদর্শন করেছে। যাদের শরীরের অধিকাংশই ক্রোস চিহ্ন আঁকা ছিল।
আল কায়েদা জানায়, দুর্নীতিগ্রস্তরা এখানেই থামছে না, প্রতি রাতে তারা কনসার্ট, সিনেমা ও সার্কাসের আয়োজন করে যাচ্ছে।