ফিলিস্তিনিদের সুরক্ষায় কুয়েতের প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের সুরক্ষা দেয়ার দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা কুয়েতের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, ফ্রান্স, চীন এবং আরো ৭টি দেশ। আর ব্রিটেনসহ ৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল বলে পার্স টুডের এক প্রতিবেদনে জানা যায়।

কুয়েতের তৈরি করা প্রস্তাবে ফিলিস্তিনের বেসমারিক লোকজনের নিরাপত্তা গ্যারান্টি দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছিল।

ভোটাভুটির পর ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, মার্কিন ভেটো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্বস্ততা ও কর্তৃত্বকে ক্ষুণ্ন করবে এবং আমেরিকা চরম অশুভ উদ্দেশ্য পোষণ করে তা এই ভেটোর মাধ্যমে প্রমাণ হয়েছে।

এছাড়া, জাতিসংঘে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মানসুর আল-ওতাইবা বলেছেন, মার্কিন ভেটো ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়াবে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি এ প্রস্তাবকে চরম একপেশে বলে মন্তব্য করেছেন। তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে শান্তির জন্য বড় প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন।