ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে মালবাহী ট্রাক ও প্রাইভেটকার মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এতে আরো ৩জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
গতকাল শুক্রবার সকালে মহারাষ্ট্রের রাজধানী নগরী মুম্বাইয়ের প্রায় ৬৫৯ কিলোমিটার পূর্বের ইয়াভাতমাল জেলার অর্নিতে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পুলিশ কর্মকর্তা জানান, গতকাল সকালের ব্যস্ত সময় চলাকালে মালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকার মধ্যে এ সংঘর্ষে ১০ জন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। অর্নির কোসদানি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
আহতদের ইয়াভাতমালের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের করা এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।