সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৫ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণও। তাতে প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকার বেশি।
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এদিন বাজারে ২৮৬টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০২টি শেয়ার ও ইউনিট বেচা-কেনা হয়েছে। এ থেকে মোট লেনদেন হয়েছে ২১৭ কোটি ৪১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের।
লেনদেনে হওয়া কোম্পানির মধ্যে দাম বৃদ্ধি হয়েছে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বিপরীতে দাম কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩০টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৩ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৬৫ টাকা।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২৫টির ও দাম অপরিবর্তিত রয়েছে ৩১টির।