প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়াল ২০০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৫ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণও। তাতে প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকার বেশি।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এদিন বাজারে ২৮৬টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০২টি শেয়ার ও ইউনিট বেচা-কেনা হয়েছে। এ থেকে মোট লেনদেন হয়েছে ২১৭ কোটি ৪১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের।

লেনদেনে হওয়া কোম্পানির মধ্যে দাম বৃদ্ধি হয়েছে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বিপরীতে দাম কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩০টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৩ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৬৫ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২৫টির ও দাম অপরিবর্তিত রয়েছে ৩১টির।