এয়ারপোর্টে কর্মরত ৩ জন ব্যক্তি ভিপি নুরের সঙ্গে সেলফি তুললে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থানায় মামলা দিয়ে আজকে ৩ জনকেই কোর্টে চালান দেওয়া হচ্ছে। দুপুর ২টার পরে সিএমএম কোর্টে বিমানবন্দর থানার মামলায় জামিন শুনানি হবে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নুর বিমানবন্দর থেকে বের হলে তার সঙ্গে সেলফি তুলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের কিছু কর্মী। এর মধ্যে রাসেল মিয়া, রুবেল রানা, আল আমিনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিষয়টি জানতে পেরে আমরা থানায় যোগাযোগ করেছি। কিন্তু তাদেরকে না ছেড়ে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বুধবার গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ‘গণঅভ্যুত্থানের’ চেষ্টা করেছিল। এজন্য তাদেরকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশের এপিবিএন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।