কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জমজমাট আয়োজন শুরু হতে বাকি আর মাত্র একদিন। নানা আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের এই দেশে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ বিশ্বকাপ ফুটবল।
রোববার ১৯ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২২তম ফুটবল বিশ্বকাপ আসরের।
প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন পপ গায়িকা শাকিরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আল বায়াত স্টেডিয়ামে। দোহার কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরে আল খোরের সেই স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক সেখানে একসঙ্গে খেলা দেখতে পারবেন। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
২০ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাসব্যাপি এই লড়াইয়ে ৩২টি দেশ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠের লড়াইয়ে নামবে।
তবে বরাবরের মতো এবার নতুন বির্তক টিকিটের মূল্য নিয়ে। গত ২০ বছরের হিসেবে কাতার বিশ্বকাপ টিকিটের দাম সবচেয়ে বেশি বলে মনে করছেন দর্শকরা।
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে ফুটবলপ্রেমীদের ৬৮৪ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজার টাকারও বেশি খরচ করতে হবে। যা ২০১৮ সালের ফাইনালের টিকিটের গড় দাম থেকে ৫৯ শতাংশ বেশি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে গড়ে ৪০ শতাংশ বেশি আসন্ন বিশ্বকাপ ফুটবলের টিকিটের দাম। রাশিয়া বিশ্বকাপে টিকিটের গড় দাম ছিল ২১৪ পাউন্ড বা প্রায় ২১ হাজার টাকা। এবার তা করা হয়েছে ২৮৬ পাউন্ড বা প্রায় ২৮ হাজার টাকা।
গত ২০ বছরে কোনো বিশ্বকাপের টিকিটের গড় দাম এত বেশি ছিল না। জার্মানির মিউনিখভিত্তিক খেলাধুলার সংবাদমাধ্যম কেলার স্পোর্টসের এক জরিপে এ তথ্য জানা গেছে।
কাতার বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে বিতর্ক হলেও এ নিয়ে মুখ খুলেনি ফিফা। এর আগে তারা জানিয়েছিল, কাতারের আটটি স্টেডিয়ামের জন্য নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপের ৩০ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।
২০০৬ জার্মানি বিশ্বকাপের টিকিটের দাম নিয়েও বির্তক তৈরি হয়েছিল। এবার জার্মানিকেও ছাপিয়ে গেছে কাতার।
২০০৬ বিশ্বকাপের টিকিটের গড় দাম ছিল ১০০ পাউন্ড বা প্রায় ৯,৭০০ টাকা।
সেবার আসরে ফাইনাল ম্যাচের টিকিটের গড় দাম ছিল ২২১ পাউন্ড বা প্রায় সাড়ে ২১ হাজার টাকা। সে হিসেবে এবার কাতার বিশ্বকাপে সব রেকর্ড ছাড়িয়ে গেছে।