বিশ্বকাপ বন্ধের আহ্বান মিচেল মার্শের!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে একাধিক বিতর্ক দেখা দিয়েছে। শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের নো বল বিতর্ক থামছেই না। এরই মধ্যে ফ্রি হিটে বোল্ড হওয়ার পর ৩ রান নেন বিরাট কোহলি। পথিমধ্যে আম্পায়ারদের সঙ্গে বারবার তর্কে জড়ান পাকিস্তানের ক্রিকেটাররা।

গোটা ম্যাচে একের পর এক বিতর্ক দেখে চলতি বিশ্বকাপই বন্ধ করে দিতে বললেন মিচেল মার্শ। খবর এনডিটিভির।

তিনি বলেন, আমার মনে হয়, এবার বিশ্বকাপটাই বন্ধ করে দেওয়া দরকার। এতে যদি কোনো দলের মঙ্গল হয়। আমরা অসাধারণ তিন সপ্তাহ কাটানোর আশা করেছিলাম। ভারত-পাকিস্তান ম্যাচ দেখা বরাবরই রোমাঞ্চকর। দর্শকদের সঙ্গে এ মহারণ দেখা অসাধারণ অভিজ্ঞতা। সেটি না থাকলে বোঝা যাবে না।

তবে বিশ্বকাপ বন্ধ করার কথাটা মজা করেই বলেছেন মার্শ। বিষয়টি ক্রিকেটপ্রেমীরাও হয়তো স্পষ্ট বুঝতে পেরেছেন। এ সময় পাক-ভারত ম্যাচের নায়ক কোহলির বন্দনাও করেছেন তিনি।

মার্শ বলেন, অসাধারণ খেলেছে কোহলি। গত এক বছর মোটেও ভালো যায়নি তার। বিশ্বকাপে প্রথম ম্যাচেই ছাপ রেখে গেল সে। দারুণ লেগেছে ওর ব্যাটিং দেখে। নান্দনিক ইনিংস খেলেছে। আশা করি, আরও দেখতে পাব।