কলেজ র্যাংকিং ২০১৮-এর ফল প্রকাশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে অনুষ্ঠিত ওই ফল প্রকাশ ও মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বক্তব্য রাখেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার আবদুস সালাম হাওলাদার, প্রফেসর ড. নাসিরউদ্দিন।
কলেজ র্যাংকিং এ জাতীয় পর্যায়ে প্রথম পাঁচটি কলেজ সেরা হিসেবে নির্বাচিত হয়। কলেজগুলো হলো— রাজশাহী কলেজ, রাজশাহী; সরকারি অ্যাডওয়াড কলেজ, পাবনা; সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ এবং কারমাইকেল কলেজ, রংপুর।
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ হলো লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। এ ছাড়া জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ হলো রাজশাহী কলেজ এবং বেসরকারি সেরা ঢাকা কমার্স কলেজ।