ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দু’টি অঞ্চলকে রুশ কর্তৃপক্ষ রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তার দাবি, কিয়েভ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হওয়ার পর ইউক্রেনের এই দু’টি অঞ্চল ‘সংযোজনের’ পরিকল্পনা নেয় মস্কো।
এমনকি রাশিয়ার এই ধরনের পরিকল্পনাকে অত্যাসন্ন বলেও আখ্যায়িত করেছেন মার্কিন ওই কর্মকর্তা। মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন’র মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার বলেছেন, ‘অতি-সম্প্রতি পাওয়া কিছু রিপোর্ট অনুযায়ী, আমরা বিশ্বাস করি দোনেতস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাবে রাশিয়া।’
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘হাতে আসা এসব রিপোর্টে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে (রাশিয়ায়) যোগদানের বিষয়ে গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে মস্কো কর্তৃপক্ষ।’
কার্পেন্টার বলেছেন, দোনেতস্ক ও লুহানস্কের মতো এই একই পরিকল্পনা খেরসনেও বাস্তবায়নের পরিকল্পনা রাশিয়া করছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই কর্মকর্তার ভাষায়, ‘আমরা মনে করি, এই প্রতিবেদনগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য। হাতে আসা তথ্য অনুযায়ী সামনে যা ঘটতে পারে বলে আমরা যা প্রকাশ করি, দুর্ভাগ্যবশত আমাদের তথ্য ভুলের চেয়ে বেশি সঠিক হয়েছে।’
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকা দখল করে নিজের ভূখণ্ডের সাথে যুক্ত করে রাশিয়া। এই কাজ বাস্তবায়নে সেসময়ও সামরিক পদক্ষেপের পাশাপাশি রাশিয়ার হাতিয়ার ছিল গণভোট।
আর তাই কার্পেন্টার বলছেন, ‘এই ধরনের জাল গণভোট — বানোয়াট ভোট — বৈধ বলে বিবেচিত হবে না। একইসঙ্গে ইউক্রেনের অতিরিক্ত ভূখণ্ড (রাশিয়ার সঙ্গে) সংযুক্ত করার কোনো প্রচেষ্টাও বৈধতা পাবে না।