পার্থের বিজেপিতে নয়, আ’লীগেই থাকবেন ছোট ভাই শান্ত

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সোমবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এদিকে, হঠাৎ পার্থের ২০ দলীয় জোট ছাড়াকে কিভাবে দেখছেন দলটির এক সময়ের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আশিকুর রহমান। তিনি বলেন, এ ব্যাপারে এখন আমার কোনো মন্তব্য নেই।

তবে এখন ভাইয়ের সঙ্গে বাবার প্রতিষ্ঠিত দলেই যাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আওয়ামীলীগের সমর্থক, আওয়ামীলীগের সঙ্গে আছি এবং থাকবো।

মুলত, এরশাদের জাতীয় পার্টি ভেঙ্গে নাজিউর রহমান মঞ্জু বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১৯৯৯ সাল থেকে চার দলীয় জোটে এবং পরবর্তীতে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরপর নাজিউর রহমানের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংগঠনের চেয়ারম্যান পদ গ্রহণ করেন।

আর মেঝ ছেলে ড. আশিকুর রহমান শান্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে আন্দালিভ রহমান পার্থ সংসদ সদস্য নির্বাচিত হলেও ভোলা-২ আসনে অল্পভোটের ব্যবধানে তোফায়েল আহমেদের কাছে পরাজিত হন শান্ত।

তবে বড় ভাই আন্দালিভ রহমান পার্থের সঙ্গে মতবিরোধের কারণে ২০১৩ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন ড. আশিকুর রহমান। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন।

কিন্তু ওই নির্বাচনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুলকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি বিভিন্ন টেলিভিশনে টকশোর সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলার পাশাপাশি নিয়মিত ভোলায় যাতায়াত করে আওয়ামীলীগের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু বিগত নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন।

শান্ত দল থেকে চলে গেলেও প্রায় দুই দশক ধরে সংসদ, মঞ্চ কিংবা টকশোতে আওয়ামীলীগের কট্টর সমালোচনা করে বিএনপির হাই কমান্ডের অত্যন্ত আস্থাভজন ছিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

কিন্তু বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার পর থেকে দলটির নিয়ন্ত্রণ চলে যায় লন্ডনে। এরপর জোটে শুরু হতে থাকে টানাপোড়েন। আর সেই টানাপোড়েনের মধ্যেই আজ জোটের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে গুটি নিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

তবে পার্থ ২০ দলীয় জোট ছাড়লেও তাঁর সঙ্গে বিজেপিতে যাবেন না বলেন সাফ জানিয়ে দিয়েছেন দল থেকে পদত্যাগ করা তারই সহোদর ড. আশিকুর রহমান শান্ত।