প্রধানমন্ত্রীর আহ্বানকে সমর্থন জানালেন বিএনপি নেতা মাহবুব

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তাতে সমর্থন জানিয়েছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য ঢাকা টাইমসকে বলেন, ‘এটা তো ভালো কথা। ভালো কথাকে তো ভালো বলতেই হয়। আমি একে ইতিবাচক হিসেবেই দেখছি।’

মাহবুবুর রহমান ছিলেন সাবেক সেনাপ্রধান। তিনি বরাবর স্বচ্ছ ধারার রাজনীতি করেন। বলেন, ‘জাতীয় ঐক্য দরকার। তবে আমরা বাস্তবায়ন চাই। এটাই গুরুত্বপূর্ণ।’

শুক্রবার রাতে ঢাকা টাইমসকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য। এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, ‘এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য।’

এর আগে বিভিন্ন সময় বিএনপিও জাতীয় ঐক্যের কথা বলেছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণফোরাম নেতা কামাল হোসেনের নেতৃত্বে গড়ে তোলা জাতীয় ঐক্যফ্রন্ট নেতারাও জাতীয় ঐক্যের বিষয়টিকে সামনে এনেছে। তবে সরকার প্রধান তরফে প্রকাশ্যে এমন আহ্বান এটাই প্রথম।

জাতীয় ঐক্য ছাড়া কখনো কিছু হয় না উল্লেখ করে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে তো জাতীয় ঐক্যের কথা বলতেই হবে। জাতীয় ঐক্য ছাড়া জাতীয় স্বার্থ সংরক্ষণ হবে কী করে?’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের সাতটি কারণ তুলে ধরেছেন। এর মধ্যে একই আসনে তিন-চারকে মনোনয়ন দেওয়া। নির্বাচনে জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে না পাড়াসহ বিভিন্ন বিষয় আছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘এগুলো তো বাস্তবতা। আবার বিএনপির অন্যরকম অভিযোগও আছে। নির্বাচন সুষ্ঠু হয়নি। রাজনীতিতে গণতান্ত্রিক দেশে এ রকমই হয়।’

বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর ঐক্য আহ্বানের পর বিএনপির নির্বাচনে যাওয়ার পথ তৈরি হবে কি-না? জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘সরকারকে আরও এগিয়ে আসতে হবে। কেন বিএনপি নির্বাচনে যাচ্ছে না, কারণগুলো খুঁজে বের করতে হবে। সেগুলো শুনতে হবে। প্রয়োজনে আরো সংলাপ হতে পারে।’

বিএনপিকে সংসদে যেতে প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি যাবে কি যাবে না আমি জানি না। কারণ দলে চাপা ক্ষোভ আছে। দল মনে করছে এই নির্বাচন ঠিকভাবে হয়নি।’

‘সংসদটা জাতীয় তর্ক-বিতর্কের জায়গা। সেক্ষেত্রে আমি মনে করি, সংসদে সব দলের অংশগ্রহণ প্রয়োজন। এর মধ্য দিয়ে ভালো গণতন্ত্রের সূচনা হোক, এটাই চাই।’ সুত্র: ঢাকাটাইমস

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে