বরিশাল বিভাগের সব আসন মহাজোটের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ছয়টি জেলার ২১টি সংসদীয় আসনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয় হয়েছে। বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের কোথাও ঐক্যফ্রন্টের নেতৃত্বাধীন কোনো প্রার্থী জয় পাননি। কোথাও কোথাও ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করলেও ভোটের হিসেবে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট।

এদিকে এই ২১টি আসনের মধ্যের ৪টি আসনে জয় পেয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টি ও জাতীয় পার্টি (জেপি)। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী একচেটিয়া জয় তুলেছেন ঘরে। শরিকদের মধ্যে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জয় পেয়েছে বরিশাল-৩, বরিশাল-৬ ও পিরোজপুর-৩ আসনে। আর অপর শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) জয় পেয়েছেন পিরোজপুর-২ আসনে। ওদিকে ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে ২১টি আসনের মধ্যে বিএনপি ১৩টি আসনে ২য় স্থান অধিকার করে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২য় হয়েছে ৬টি আসনে। বিএনপি তৃতীয় হয়েছে ৬টি আসনে এবং ইসলামী আন্দোলন তৃতীয় হয়েছে ৭টি আসনে।

বিভাগের ২১টি আসনে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন নিয়ে সংর্ঘষে কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ হয়। যদিও মুলাদীতে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ৫ নম্বর চরকালেখান ইউনিয়নের ষোলঘর কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ স্থগিত ছিল। আর বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের বারৈজ্জার হাট কেন্দ্রে ইসলামি আন্দোলনের ৭ নেতাকর্মীকে মারধর করে আহত করে আওয়ামী লীগের কর্মীরা বলে জানানো হয়। এদিকে সিএন্ডবি রোড এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে মারধর করে আহত করে বিএনপির নেতারা। এরপরও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী ও নিরাপত্তা নিশ্চিত করণের কারনে সুষ্ঠভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিভাগের ছয়জন রিটানির্ং কর্মকর্তার দফতর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন
বরিশাল ১ আসনে (আগৈলঝাড়া-গৌরনদীর) নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ২০৫৫০৬। আর বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১৩০৫ ভোট।

বরিশাল-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শাহে আলম। তিনি পেয়েছেন ২১২৩৪৪ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ পেয়েছেন ১১,১৩৭ ভোট।
বরিশাল-৩ আসনে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকে গোলাম কিবরিয়া টিপু। তিনি পেয়েছেন ৫৪৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাড. জয়নুল আবেদিন পেয়েছেন ৪৭২৩৫ ভোট এবং নৌকা প্রতীকের শেখ মো. টিপু সুলতান পেয়েছে ১৮১৯৬ ভোট।
বরিশাল-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী পংকজ নাথ। তিনি পেয়েছেন ২৪১০০৩ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী জে.এম. নুরুর রহমান জাহাঙ্গীর পেয়েছেন ৯,২৮২ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী সৈয়দ মো. নূরুল কারীম। তিনি পেয়েছেন ৭,৪৬১ ভোট।

বরিশাল-৫ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তিনি পেয়েছেন ২১৫০৮০ ভোট। বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরওয়ার পেয়েছেন ৩১৩৬২ ভোট। তৃতীয় অবস্থানে ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ২৭০৬২ ভোট।

বরিশাল-৬ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনা। তিনি পেয়েছেন ১৫৯৩৯৮ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলনের প্রার্থী নূরুল ইসলাম-আল-আমিন পেয়েছেন ১৪৮৪৫ ভোট। বিএনপির প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ১৩,৬৫৮ ভোট।

বরগুনা-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ। তিনি পেয়েছেন ৩১৭,৬২২ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী মতিয়ার রহমান তালুকদার পেয়েছেন ১৫৮৫০ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী অলি উল্লাহ। তিনি পেয়েছেন ১৪৮৬৯ ভোট।

বরগুনা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন পেয়েছেন ২০০৩২৫ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী খন্দকার মাহবুব হোসেন পেয়েছেন ৯৫১৮ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী গোলাম সরোয়ার হিরু পেয়েছেন ৮০৩০ ভোট।

পিরোজপুর-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজাউল করিম। তিনি পেয়েছেন ২৩৭৬১০ ভোট। তার নিকটতম প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৮৩১৬ ভোট।

পিরোজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি পেয়েছেন ১৮৯৪২৫ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৩২৬ ভোট।

পিরোজপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রুস্তম আলী ফরাজী। তিনি পেয়েছেন ১৩৫৩১০ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল পেয়েছেন ৭৬৯৮ ভোট।

ঝালকাঠি-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বজলুল হক হারুন। তিনি পেয়েছেন ১,৩১,৫২৫ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী শাহজাহান ওমর পেয়েছেন ৬১৫১ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ১৭৮৭৮৫।

ঝালকাঠি-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু। তিনি পেয়েছেন ২১৪৯৩৭ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী জীবা আমিনা খান পেয়েছেন ৫৯৮২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ২৯০৩৩০। ভোট কেন্দ্র ছিল ১৪৭টি।

ভোলা-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ২৪২০১৭ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর পেয়েছেন ৭২২৪ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী মো. ইয়াছিন মো. ইয়াছিন পেয়েছেন ৭০৩৮ ভোট।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ২২৬১২৪ ভোট। তার নিকটতম বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহীম পেয়েছেন ১৩৯৯৯ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮২৩২ ভোট।

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী। তিনি পেয়েছেন ২৫০৪১১ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোসলেহ উদ্দীন পেয়েছেন ৪০৫৫ ভোট। এিনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ২৫০২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী নুরনবী সুমন পেয়েছেন ২২৬০ ভোট।

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২৯৯১৫০ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মহিবুল্যাহ পেয়েছেন ৬২২২ ভোট। বিএনপির প্রার্থী নাজির উদ্দিন আলম পেয়েছেন ৫০৪৭ ভোট।

পটুয়াখালী-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া। তিনি পেয়েছেন ২৭০৯৭০ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলতাফুর রহমান পেয়েছেন ১৫১০৩ ভোট। বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন ১০৩৬৯ ভোট।

পটুয়াখালী-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আ স ম ফিরোজ। তিনি পেয়েছেন ১৮৫৭৮৩ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৯২৬৭ ভোট। বিএনপির প্রার্থী সালমা আলম পেয়েছেন ৫৬৬০ ভোট।

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এস এম শাহাজাদা সাজু। তিনি পেয়েছেন ২১৫৫৭৯ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল খাঁন পেয়েছেন ৬৮১৪ ভোট। বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি পেয়েছেন ৬১৭৬ ভোট।

পটুয়াখালী-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মুহিব্বুর রহমান মুহিব। তিনি পেয়েছেন ১৮৮৮১২ ভোট। তার নিকটতম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাবিবুর রহমান হাওলাদার পেয়েছেন ৬৮০৪ ভোট। বিএনপির প্রার্থী এ বি এম মোশারেফ হোসেন পেয়েছেন ৬১৮৫ ভোট।

সূত্র: ঢাকাটাইমস