দুই কারণে নির্বাচনী মাঠে থাকবে বিএনপি

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিস্থিতি, নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দীন আহমেদ।

প্রশ্ন-১.গ্রেফতারর-হয়রানি সত্ত্বেও বিএনপি নির্বাচনে, বিরোধী দলে গেলে সংসদে পাব?

এমাজউদ্দীন আহমদ: সংলাপের সময় শেখ হাসিনা বলেছিলেন, এখন থেকে আর গ্রেপ্তার হবে না। তা হয়নি। কিন্তু যেকোনো পরিস্থিতি হোক, বিএনপি মাঠ ছাড়বে না। দুটি কারণে তাদের নির্বাচনী মাঠে থাকতে হবে। হয় তারা জয়লাভ করবে, নাহয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে।

প্রশ্ন-২: একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে বিএনপির থাকার সম্ভাবনাকে আপনি কীভাবে দেখেন?

এমাজউদ্দীন আহমদ: কমপক্ষে ৫০ থেকে ৬০টি আসন পাওয়া দরকার। এর থেকে কম হলে কিন্তু সংসদে থাকা যাবে না। ওখান থেকে বিদায় নিয়ে যেতে হবে।

প্রশ্ন-৩: এর চেয়ে কম আসন পেলে কি বিএনপি জাতীয় সংসদ বয়কট করতে পারে?

এমাজউদ্দীন আহমদ: তখন সংসদ বয়কট ছাড়া আর কোনো পথ থাকবে না। প্রথমত বিজয়, দ্বিতীয়ত কোনো অবস্থাতেই ৭০ বা ৮০-এর নিচে নামানো সম্ভব হবে মনে করি না। মানুষ বিএনপি সম্পর্কে অত্যন্ত উৎসাহী। এর ব্যত্যয় ঘটলে অতীতের মতো একটি অকার্যকর সংসদ চলতে থাকবে। সূত্র: প্রথম আলো