সেনাবাহিনী-বিজিবির ওপর জনগণের আস্থা সবচেয়ে বেশি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সেনাবাহিনী ও বিজিবির ওপর জনগণের আস্থা সবচেয়ে বেশি। আশাকরি মানুষের সেই আস্থার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।

সিইসি বলেন, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে সেনাবাহিনী ও বিজিবিকে খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

সিইসি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, পুলিশের কাছে মানুষের দাবি বেশি। নির্বাচনে তাদের দায়িত্বও অনেক বেশি। তাই পুলিশের কাছে অভিযোগ বেশি যাওয়া স্বাভাবিক।

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোট জনগণের উৎসব। ভোটের দায়িত্ব পালনকালে আপনারা পক্ষপাতমূলক আচরণ করবেন না। ভোট যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সেজন্য নিরপেক্ষভাবে এবং সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করবেন।

নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এরআগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা অতি উৎসাহিত হবেন না। এমন কিছু করবেন না যাতে করে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়।’

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা সহিংসতা চাই না। আমরা চাই সকল ভোটার যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে সেই নিশ্চয়তা। সেটা ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি অবাধ, সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। নির্বাচন ভাল না হলে আমরা প্রশ্নবিদ্ধ হবো।’

ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগের ৫৮টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিরা উপস্থিত ছিলেন।