প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং গণিত বিষয়ের প্রস্তুতি

ইংরেজি

Read the text carefully and answer the questions

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Unseen

Read the text carefully and answer the questions 5, 6, 7 and 8 :

Belal is a very little boy. One day he was playing in his room. Suddenly he saw a lizard. He went running to kill the lizard. The lizard said, “Don’t kill me, please. I help you I eat mosquitoes. Because of this I stop you getting bitten. Please, go and kill the frogs.”

Belal did not kill the lizard. He went running to kill a frog. The frog said, “Don’t kill me, please. I am your friend. I eat insects. I save crops from harmful insects. Please, go and kill crows.” Belal did not kill the frog, He went running to kill a crow. The crow said, “Don’t kill me, please. I eat dirty things and keep clean your village. Please, go and kill sparrows.” Belal did not kill the crow. He went running to kill a sparrow. The sparrow said, “Don’t kill me, please. I put seeds in the soil. The plants grow and you get oxygen and foods from plants to keep you alive. Please, go and kill bees.” He didn’t kill the sparrow. He went running to kill a bee. The bee said, “I pollinate flowers. I collect nectar from flowers. I take the nectar to the hive and you get honey. If you kill me, you will not get honey. Please, go and kill ants.” Belal did not kill the bee. He went running to kill ants. The ants …………..

5. Fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use : 1´5 = 5

around kill tress easy

taste soil beat water

(a) Plants grow in the -.

(b) We should not – animals.

(c) We can’t live without -.

(d) Sparrows usually live in -.

(e) Honey has a sweet -.

6.Write true or false. If false, give the correct answer. 1´ 6 = 6

(a)One day Belal was playing in his room.

(b)Belal saw nothing.

(c)Belal went running to kill the lizard.

(d)Belal killed the lizard.

(e)Belal went running to kill a Bee but did’t kill

(f)Bees are not beneficial to us.

7.Answer the following questions in a sentence or sentences. 2 5 = 10

(a) Where was Belal playing?

(b) Where can we usually find lizards?

(c) Why did the animals request Belal not to kill them?

(d) Which creatures do you like the most? Write one reason why you like this creature the most.

(e) What animals does Belal meet?

8.Your younger sister Aklima does not know lizard. She wants to know it from you. Now write a letter to your sister about lizard.Ans. 10

গণিত

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সাম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি ।

সময়- ২ ঘণ্টা ৩০মিনিট

১। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও ১ ´ ২০ = ২০

১। ১ টি চেয়ারের দাম ৪৭৫ টাকা হলে , ১১৮ টি চেয়ারের দাম কত ?

২। চার অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয় ?

৩। সুবোধ স্যারের দৈনিক আয় ৩৭৫ টাকা হলে , মাসিক আয় কত ?

৪। দুইটি সংখ্যার গুণফল ৩০০ একটি সংখ্যা ৩০ হলে অপরটি ?

৫। একটি ভাগ অংকে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত ?

৬। দুই অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে ?

৭। ২০ টি আপেলের দাম ১০০ টাকা হলে ১ টি আপেলের দাম কত ?

৮। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে ?

৯। ভাজ্য´ ভাজক+ ভাগশেষ = কোনটি ?

১০। ২৭ এর ৬ টি গুণিতক লিখ ?

৮। ৮ , ১৬ ও ৬৪ এর ল সা গু কত ?

৯। ১৮ এর মৌলিক গুণনীয়ক গুলি লিখ ?

১০। ২ ¸ ২ = কত ?

১১। ২০ টি ডিমের মধ্যে অংশ পচে গেলে , কয়টি ডিম পচে গেছে ?

১২। একজন বালক এক ঘণ্টায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করলে , সে মিনিটে কত মিটার পথ অতিক্রম করতে পারে ?

১৩। নি:শেষে বিভাজ্যের সুত্রটি কী ?

১৪। তিনটি খাতা ও পাঁচটি বইয়ের মোট দাম ৩৪০ টাকা একটি খাতার দাম ৩০ টাকা হলে একটি বইয়ের দাম কত ?

১৫। ৫ম শ্রেণির ৭ জন শিক্ষার্থীর গড় বয়স ৮৪ বছর এদের মধ্যে প্রথম তিনজনের বয়সের গড় ১১ বছর ও শেষের তিনজনের বয়সের গড় ১২ বছর হলে চতুর্থ শিক্ষার্থীর বয়স কত?

১৬। বাংলা ১২ মাসের মধ্যে কয়টি মাস ৩১ দিনে হয় ?

১৭। একটি ত্রিভুজের ভুমি ৩ সেমিও উচ্চতা ৪ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি ?

১৮। ৫ , ১০ , ১৫ , ২০ , ২৫ উপাত্ত গুলির গড় মান কত?

১৯। আদমশুমারী কী ?

২০। ৫, ০ , ৯, , ০ , ১ এর গড় কত?

২। চারপ্রক্রিয়া সম্পর্কিত সমস্যা ( নিচের যে কোন একটি প্রশ্নের উত্তর দাও ) ১´৮ = ৮

(ক) অপু এবং দিপুর একত্রে ৭৫৩২ টাকা আছে দিপুর চেয়ে অপুর ৫৬০ টাকা বেশী আছে । প্রত্যেকের কত টাকা আছে ?

(খ) ১২টি প্লেট এবং ২০ টি কাপের একত্রে মুল্য ৩৯২০ টাকা । একটি কাপের মুল্য ১৪৫ টাকা হলে একটি প্লেটের মুল্য কত ?

৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮ (ক) চারটি ঘণ্টা একত্রে বেজে ৫,৭, ১২ এবং ১৫ মিনিট পরপর বাজতে লাগল ,ন্যূনতম কতক্ষণ পর পুনরায় ঘণ্টাগুলি একসাথে বাজবে।

(খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৬ ও ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২ , ৪, ৮ অবশিষ্ট থাকবে।

৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) এক বাটি পায়েস তৈরি করার জন্য কিলোগ্রাম চিনি লাগে । এরূপ ১৪ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে ?

(খ) গীতার কাছে ১ লিটার ও মামুনের

কাছে লিটার জুস আছে , কার জুসের পরিমাণ বেশী?

৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) ৩ টি সংখ্যার গড় ১৫ ও দুইটি সংখ্যার গড় ২৫ হলে ঐ ৫ টি সংখ্যার গড় কত ?

(খ) গত আষাঢ় মাসে ঢাকার গড় বৃষ্টিপাত ছিল ২৬ মি মি। ঐ মাসে ঢাকার মোট বৃষ্টিপাত কত ?

৬। দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) এক মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে ১০০ মিটারে কত ইঞ্চি ?

(খ) এক কুড়ি ডিমের দাম ১৪০ টাকা , হিমেল ০.৫ কুড়ি ডিম কিনল , সে কত টাকা দাম দিল ?

৭। শতকরা সম্পর্কিত সমস্যা ( যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) একটি কলম ৬০ টাকায় ক্রয় করে ৫৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লোকসান হলো ?

(খ) লতিফ ব্যাংকে ৯০০ টাকা জমা রেখে ৩ বছরে ৮১ টাকা মুনাফা পেল। শতকরা বার্ষিক মুনাফার হার কত ?

৮। জ্যামিতি সম্পর্কিত সমস্যা ( যেকোন দুইটির উত্তর দাও ) (৩+৩ ) ´ ২=১২

(ক) সন্নিহিত কোণ বলতে কী বুঝ ? চিত্র এঁকে দেখাও ।

(খ) একটি সামান্তরিক আঁঁক যার একটি কোণের পরিমাণ ৬০ ডিগ্রী ।

(গ) চিত্রসহ বৈশিষ্ট্য লিখ ( যে কোন দুইটি ) –

রম্বস , ট্রাপিজিয়াম , বর্গ ।

৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) আজিজ সাহেব ৬৫ টাকা লিটার দরে ৭১৫ টাকার ডিজেল ক্রয় করলেন , তিনি কত লিটার ডিজেল ক্রয় করলেন ?

(খ) রতনের বাড়ী থেকে বিদ্যালয়ের দুরুত্ব ৩ কিমি । রতনের বাড়ী থেকে বিদ্যালয়ে যেতে ২০ মিনিট সময় লাগলে সে এক ঘণ্টায় কত কিলোমিটার বেগে হাটতে পারবে ?

১০। সময় সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৪

(ক) লালমনি এক্সপ্রেস লালমনি থেকে ১১:৫০ এ ত্যাগ করে ১৫:২৫ এ বগুড়ায় পৌঁছায় । ট্রেনটি কত ঘণ্টা এবং কত মিনিট পর বগুড়ায় পৌঁছাল ?

(খ) ৩৬৫ দিনে কত মিনিট ?

১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা (যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) দৈলজোড় গ্রামের আয়তন ৪ বর্গমিটার এবং সেখানে ৪০০০ লোক বাস করলে , ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর ।

(খ) নিচে ২০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেয়া হল । উপাত্তসমুহ বিন্যস্ত কর এবং তা থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ণয় কর ।

৭৮ , ৬৫ , ৮৭ , ৪৬ , ৫৫ , ৭৯, ৩৮, ৭৬ , ৮২ , ৬০ , ৭০ , ৯২ , ৬৬ , ৪৮, ৬৬ , ৯৩, ৮৩, ৩৭, ৮০, ৪০ ।