ইতালিতে প্রবেশের অনুমতি পেলেন অবৈধ অভিবাসীরা

অবৈধ অভিবাসীদের ইতালিতে না ঢুকতে গত জুনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী গ্যুসেপ কেন্ট। যেকারণে ইতালির সমুদ্রবন্দরে ভিড়তে পারেনি অবৈধ অভিবাসী বহনকারী কোনো জাহাজ। তবে সম্প্রতি সে অবস্থান থেকে সরে এসেছে দেশটি। নিষেধাজ্ঞা শিথিল করে অভিবাসন প্রত্যাশীদের নৌকা বা জাহাজ ইতালির বন্দরে ভিড়তে পারবে বলে জানিয়েছে ইতালি সরকার।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এনজো মোআভেরো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সংগে আলোচনার জন্য আগামী ৫ সপ্তাহ পর্যন্ত দেশটি অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করবে। ২৩ জুলাই (সোমবার) জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সংগে আলাপের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এনজো মোআভেরো জানান, যতদিন পর্যন্ত অভিবাসীদের ইউরোপে প্রবেশের বিষয়ে কোনো সমাধান বা চুক্তিতে না আসা যাবে, বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশগুলোর সংগে কোনো ধরণের ঐকমত্যে না আসা হচ্ছে, ততদিন পর্যন্ত অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করা হবে। বিবিসি।

এরআগে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন কয়েক লাখ অবৈধ অভিবাসী। এসব অভিবাসীদের এককভাবে আশ্রয় দিয়েছে দেশটি। তবে সেই অবস্থায় কড়াকড়ি এনে অবৈধ অভিবাসীদের ইতালি ঢুকতে ও আশ্রয় দিতে নারাজ ইতালি সরকার। যে কারণে কয়েকটি অভিবাসী বহনকারী ইতালীয় জাহাজ মাঝ সমুদ্রে আটকে দেয়া হয়। ফলে তীব্র সমালোচনায় পড়ে দেশটি। পরে ইউরোপের বিভিন্ন দেশ এসব অভিবাসীদের ভাগ নিতে সম্মত হলে এমন নিষেধাজ্ঞা থেকে সরে আসে ইতালি সরকার।

উল্লেখ্য, গত জুনে দেশটির প্রধানমন্ত্রী গ্যুসেপ কন্টে অভিবাসন প্রত্যাশীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। তার দাবি ছিলো০, শুধু ইতালি নয়, অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেয়ার বিষয়ে ইউরোপের অন্যান্য দেশ অবশ্যই দায়বদ্ধ। একই মাসেই ছয়শ’ অভিবাসী বোঝাই একটি নৌকাকে ফিরিয়ে দেয় দেশটি। সমুদ্র পথে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে আসার একটি প্রধান প্রবেশদ্বার এই ইতালি।