রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় মিত্রদের ছাড় দিতে ভাবনা আমেরিকার

রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার ব্যাপারে মিত্রদের ছাড় দেওয়ার চিন্তা করছেন যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির ওপর বিপুল আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু সম্প্রতি সেদেশ থেকে মিত্রদের অস্ত্র কেনার ব্যাপারে ছাড় দেওয়ার পক্ষে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খবরে বলা হয়, এতদিন ধরে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও মিত্রদের জন্য তা শিথিল করার পক্ষে কথা বলেছেন ম্যাটিস। এমন এক সময়ে তিনি রুশ অস্ত্র কেনার ক্ষেত্রে ছাড় দেওয়ার পক্ষে কথা বলেছেন, যখন রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে তা ভারতসহ অন্যান্য এশীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হুমকির মুখে ফেলতে পারে।

ম্যাটিস বলেছেন, কিছু দেশ ইতিমধ্যেই অস্ত্র কেনার ব্যাপারে রাশিয়ার উপর নির্ভরশীলতা কমাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ছাড় দেওয়ার লক্ষ্য, আগামী দিনে তাদের আরও কাছে টানা। ম্যাটিসের দাবি, এতে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে মার্কিন জোটই আরও শক্তিশালী হবে।
রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ আমদানির চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ভারত
তিনি বলেন, ইউক্রেইনে তাদের আগ্রাসী, অস্থিতিশীল আচরণ ও অবৈধ অধিগ্রহণের জন্য রাশিয়ার শাস্তি ভোগ করা উচিৎ। তাদের এই অনিষ্টকর আচরণের জন্য যেমন তাদেরকে প্রয়োজনীয় ও ন্যায্য দাম দিতে হবে তেমনি পররাষ্ট্রমন্ত্রীকে ‘কাটসা’ (কাউন্টার আমেরিকান এডভারসারিস থ্রু স্যাংশনস এক্ট) ছাড় দেওয়ার কতৃত্ব দেওয়াও অপরিহার্য।

মার্কিন সেনেটের কাছে সম্প্রতি এ নিয়ে চিঠি লিখেছেন ম্যাটিস। তাতে কোন কোন দেশকে ছাড় দেওয়ার প্রস্তাব আছে, জানা যায়নি। ম্যাটিসের মুখেও ভারতের নাম শোনা যায়নি।

উল্লেখ্য, বিশ্বে রুশ সমরাস্ত্র আমদানিকারকদের মধ্যে প্রধান দেশগুলোর একটি হচ্ছে ভারত। সম্প্রতি তারা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ আমদানির চুক্তি প্রায় পাকা করে ফেলেছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে এই খাতে ভারতকে ছা়ড় দেওয়ার ব্যাপারে বহু দিন ধরেই চেষ্টা করছে সেনেটরদের একটা বড় অংশ।