রাশিয়া ও চীনের সঙ্গে ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে বৈঠকে বসবে ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্পর্ক উন্নতির প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক করা হবে। উহান সম্মেলনের পরেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটা হবে ভারত ও চীনের মধ্যে এই বিষয়ে দ্বিতীয় বৈঠক। খবর দ্য হিন্দুর।
এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আমরা মোদির ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে একটি দ্বিতীয় দফা বৈঠক করতে যাচ্ছি। মোদি শাংরি-লা ডায়লগে (এসএলডি) যা বলেছিলেন তার ওপর ভিত্তি করে এই বৈঠক হবে। সিঙ্গাপুরে আমরা একটি চতুর্পক্ষীয় বৈঠক করবো। এরপর ইন্দোনেশিয়া ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবো। এছাড়া আমরা রাশিয়া ও চীনের সঙ্গে ইন্দো-প্রশান্ত ইস্যুতে সামুদ্রিক নীতিমালা নিয়ে বৈঠকে বসার প্রত্যাশা করছি।
চীন ও ভারতের মধ্যে সামুদ্রিক নীতিমালা নিয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। ওই বৈঠকটি নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা বৈঠকটি বেইজিং’এ অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা জানান, ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে কেবল চীন ও রাশিয়াই উদ্বিগ্ন নয়। ভারতের আসিয়ান (এসোসিয়েশন অফ সাউথ এশিয়ান ন্যাশনস) ও পূর্ব আফ্রিকান মিত্র দেশগুলোও চিন্তিত।