মেসিকে ছাড়া কেমন হবে নতুন আর্জেন্টিনা?

বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সেরা তারকা তিনি। কারো কারো মতে সর্বকালের সেরা লিওনেল মেসি। তবে নামের পাশে বিশ্বকাপের ট্রফি না থাকায় মেসিকে নিয়ে প্রশ্নটা থেকেই যায়। আসলে তিনি সর্বকালের সেরা কিনা! বিদায় নিয়েছেন রাশিয়া বিশ্বকাপ থেকে আক্ষেপটা ক্ষুদে জাদুকরের আরও একটু বাড়ল।

কিছুদিন আগে ৩১শে পা দেওয়া মেসির কাতার বিশ্বকাপে বয়স হবে ৩৫। বয়সের বিচারে মেসির থাকা না থাকা ৫০-৫০। তবে বার্সা তারকা যদি চান তাহলে তাকে নিয়েই আবর্তিত হবে আর্জেন্টিনার কাতার জয়ের স্বপ্ন। কিন্তু এর আগেই যদি ফুটবলকে বিদায় বলে দেন গ্রহের সেরা তারকা। তাহলে কেমন হবে আর্জেন্টিনার একাদশ?

ইতোমধ্যে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন মাসচেরানো ও লুকাস বিলিয়া। থাকবে না আগুয়েরো, হিগুয়েন, ডি মারিয়া মতো তারকার। তাই আর্জেন্টিনার লক্ষ একটি তরুণ দল তৈরি করা যারা কাতারে ৩৬ বছর পর সোনালী ট্রফি উচিঁয়ে ধরতে পারবে।

মেসিকে ছাড়া কেমন হবে পারে আর্জেন্টিনা দল-
গোলকিপিং পজিশন আর্জেন্টিনার জন্য সব সময়ই এক দুশ্চিন্তার নাম। রাশিয়া থেকে এভাবে বিদায় নেওয়ার পেছনে সবচেয়ে বড় নিয়ামক গোলকিপার। সেই গোলকিপিং পজিশনে আর্জেন্টিনা দলে আসছেন জেরোনিমো রুয়ি। ২৪ বছর বয়সী এই গোলকিপার বেশ কয়েক বছর ধরেই খেলছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদে। সেখানে ভালো পারফরম্যান্সই আর্জেন্টিনার পরবর্তী নম্বর ওয়ান হতে সাহায্য করবে রুয়িকে।

রক্ষণভাগে বর্তমান দলের নিকোলাস টাগলিয়াফিকো থেকে যেতে পারেন। সেন্টার ব্যাক জুটি হতে যাচ্ছে পুরোপুরি নতুন। ২২ বছর বয়সী জেনিত সেন্টার ব্যাক ইমানুয়েল মাম্মানা ও একই বয়সের রিভারপ্লেট সেন্টার ব্যাক লুকাস মার্টিনেজ কুয়ার্তা হবেন আর্জেন্টিনার নতুন দলের রক্ষণভাগের সেনানী। রাইট ব্যাক হিসেবে আসবেন ইন্ডিপেনদিয়েন্তে ২২ বছর বয়সী ফ্যাব্রিসিও বুস্তোস।

মাসচেরানরো খেলার ধরণের সাথে মিল থাকার কারণে তার জায়গায় আসবেন ২১ বছর বয়সী সান্টিয়াগো আসকাসিবার। মিডফিল্ডে তার সঙ্গি হবেন পিএসজির লো সেলসো। রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও এক সেকেন্ডের জন্যও মাঠে নামার সুযোগ হয়নি লো সেলসোর। আসকাসিবার ও সেলসোর সঙ্গে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস।সৃষ্টিশীলতার অভাব পূরণ করবেন ওয়েস্ট হাম মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার তুরুপের তাস ভাবা হচ্ছিল তাকে, কিন্তু বিশ্বকাপের আগেই মারাত্মক চোট ল্যানজিনি ও আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা দেয়।লানজিনি অভাব ভালোভাবেই টের পেয়েছে দলটি।

আক্রমণভাগে সবার ওপরে থাকবেন রাশিয়া বিশ্বকাপে দলে না থাকা স্ট্রাইকার মাউরো ইকার্দি। ২৪ বছর বয়সেই ইন্টার মিলানের মতো ক্লাবের অধিনায়ক ও ইউরোপের সেরা স্ট্রাইকারদের একজন ইকার্দি। সবকিছু ঠিক থাকলে ইকার্দি হবে আর্জেন্টিনার নাম্বার নাইন। ইকার্দির সঙ্গে আক্রমণ ভাগে থাকতে পরবর্তি যুগের মেসি দিবালা। এই জুটির পিছনে থাকবে ক্রিস্টিয়ান পাভন।

কিন্তু যদি মেসি থেকে যায় তবে তাহলে পাভনের জায়গায় দেখা যাবে তাকে। মেসির সৃষ্টিশীলতাই গোলের দরজা খুলে দেবে স্ট্রাইকার জুটির জন্য। কাতার বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে অ্যাঙ্গেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটামেন্ডি, সার্জিও রোমেরোদের আর দলে নাও দেখা যেত পারে। এখন দেখার বিষয় আর্জেন্টিনার নতুন পরিকল্পনা কতটা কার্যকর হয়।