সব ধরনের নির্যাতনের নিন্দা জানিয়ে আইন ও বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মুহাম্মদ বিন নওয়াফ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে এক চিঠিতে এসব কথা জানান তিনি।
এর আগে জাতিসংঘের বিশেষ দূত সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে গার্ডিয়ানে একটি কলাম লেখেন। তাতে সৌদি আরবে নির্যাতন এবং সে দেশের আইনের ফাঁক-ফোকরের বিষয়াদি উঠে আসে।
গত ৭ জুন প্রকাশিত ওই কলামের জেরে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক চাপ আসে সৌদি কর্তৃপক্ষের ওপর। সেই কলামের প্রতিক্রিয়ায় গার্ডিয়ান সম্পাদক বরাবর চিঠি লেখেন প্রিন্স নওয়াফ। আর তাতেই এ ধরনের কথা জানান তিনি।
প্রিন্স নওয়াফ জানান, দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কাউকে কারাগারে পাঠানো হয় না। অপরাধের পরিপ্রেক্ষিতে দণ্ডাদেশ দেওয়া হয়। এমনকি কারাগারে বন্দিদের আন্তর্জাতিক আইন মেনে রাখা হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখা হয়।
তিনি আরো বলেন, সেখানে বন্দিরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখা হয়। এছাড়া কোনো অপরাধে কেউ আটক হলে তার পরিবারের কাছেও ওই ব্যক্তির আটকের খবর জানিয়ে দেওয়া হয়।