ইরানের তেল রপ্তানি রোধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গির। এজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অপরিশোধিত তেল রপ্তানির অনুমোদন দেবে দেশটি। খবর আল জাজিরার।
রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ইশহাক জাহাঙ্গীর বলেন, ইরানের তেলের বাজার দখলকারী দেশগুলো বিশ্বাসঘাতক এবং এর জন্য তাদের একদিন প্রতিদান দিতে হবে।
এসময় তিনি ইরানের প্রতিদ্বন্দ্বী ওপিইসি (অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস) প্রস্তুতকারী, সৌদি আরবকে সতর্ক করে বলেন, তারা কখনোই তেলের আন্তর্জাতিক বাজারে তেহরানের জায়গা দখল করতে পারবে না।
তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই, ইরানী তেল রপ্তানি বন্ধ করতে মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে কিছু একটা করবো। ইরান সরকারের একটি পরিকল্পনা আছে। আর সৃষ্টিকর্তা চাইলে আমরা নিশ্চিত যে আমরা যে পরিমাণ চাই, সে পরিমাণ তেলই বিক্রি করতে পারবো।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ব্যবসায়িক সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির তেল রপ্তানিতে বাঁধা সৃষ্টির হুমকি দিয়েছেন। ইরান আপাতত, সে বাঁধা উতরে আসার উপায় খুঁজছে।
ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরানের ব্যবসায়িক সহযোগীরা যদি ৪ নভেম্বরের মধ্যে ইরানী তেল আমদানি বন্ধ না করে তাহলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মূলত ইরানকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই এই হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
চীনের পর ইরানী তেলের সবচেয়ে বৃহৎ আমদানিকারক হচ্ছে ভারত। ইতিমধ্যেই ভারত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইরানী তেল আমদানি সীমিত হওয়া বা শূন্যের কোঠায় নেমে আসতে পারে বলে প্রস্তুত থাকতে বলেছে।
জাহাঙ্গির বলেন, ইরানী অপরিশোধিত তেল বিদেশী শেয়ার বাজার ও বেসরকারি খাতের মাধ্যমে স্বচ্ছ উপায়ে রপ্তানি করা হবে। আমরা, ইরানের তেল রপ্তানি বন্ধ করার জন্য আমেরিকান চেষ্টাকে পরাজিত করতে চাই।
জাহাঙ্গির আরো বলেন, ইতিমধ্যে বিদেশী শেয়ার বাজারে প্রতিদিন প্রায় ৬০ হাজার ব্যারেল করে তেল কেনার প্রস্তাব রাখা হচ্ছে। কিন্তু তা কেবলই তেল জাতীয় পণ্যের ক্ষেত্রে।
এদিকে, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানির জায়গা দখল করতে সৌদি আরব তাদের তেল রপ্তানি বৃদ্ধি করবে, সম্প্রতি এমন খবর প্রকাশ পেয়েছে। এ বিষয়ে জাহাঙ্গির বলেন, ইরানের তেলের বাজার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এমন সকলেই ইরানের বিরুদ্ধে ব্যাপক আকারের বিশ্বাসঘাতকতা করবে এবং এজন্য একদিন তাদের মূল্য দিতে হবে।