তাহলে কি চাকরি হারাবেন ফ্রান্সের কোচ?

স্যান্টিয়াগো বানার্বুতে রিয়ালকে রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এন দেন মাদ্রিদের প্রধান কোচে ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান। তবে হ্যাট্রিক শিরোপার রেশ কাটতে না কাটতে রিয়ালের কোচের দায়িত্ব থেকে নাটকীয়ভাবে সড়ে যান জিদান। ফলে গুঞ্জন ছড়ায় বিশ্বকাপ শেষেই নিজ দেশের দায়িত্ব নেবেন জিদান। যার ফলে চাকরিচ্যুত হবেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ে দেশ্যম।

এখন প্রশ্ন হলো রাশিয়া বিশ্বকাপে যদি সফলতা লাভ করে ফ্রান্স, তাহলে কি বাদ দিবেন দীর্ঘ ছ‘বছর ধরে গ্রীজম্যানদের জন্য কষ্ট করা এই কোচকে? না মোটেই না। এমন ভুল করবেন না ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এসব গুঞ্জনকে বাতাসে উড়িয়ে দিয়েছেন এফএফএফ প্রধান নোয়েল গ্রেত।

নোয়েল জানিয়েছেন, বিশ্বকাপের ফলাফল যাইহোক না কেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ফ্রান্সের দায়িত্বেই থাকবেন দেশম। শনিবার (৩০ জুন) শেষ ষোলর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। ইতিহাস-ঐতিহ্যে আলবিসেলেস্তেদের চেয়ে অনেক পিছিয়ে ‘লা ব্লুজ’রা।

তিনি আরো বলেন, ‘আমি সবসময় চুক্তি সম্পন্ন করি। দেশমের সাথে আমাদের ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ম্যাচের ফলাফল যেমনই হোক, সে চুক্তির মেয়াদ থাকাকালীন সময়ে আমাদের সাথেই থাকবে।’