ফ্লাইং কিক থেকে কিল-ঘুষি, কি ছিল না এই ম্যাচে!

সেই উরুগুয়ে থেকে শুর। সময়ের পরিক্রমায় পৃথিবীর প্রায় সবকটি দেশের প্রিয় খেলায় পরিণত হয়েছে ১৯৩০ সাল থেকে আরম্ব হওয়া ফুটবলবিশ্বকাপ। হাটি হাটি পা পা করে অতিক্রম করেছে আটাশি বছর। এখন ২০১৮। রাশিয়া চলছে ফুটবল মহাযজ্ঞের ২১তম আসর। আর এই আসরকে ঘিরে ফুটবলপ্রেমীরা নিজেদের দলের পাশাপাশি প্রতিপক্ষ দলের দুর্ণাম করায়ও ব্যস্ত সময় পার করছে। চায়ের দোকানে প্রিয় দলকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। হার মানছে না কেউ। প্রত্যেকের মুখে আমার দলই সেরা।

বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে চলছে শীতল যুদ্ধ। এমনটা বললে মনে হয় ভুল হবে। এই দু‘দলের যুদ্ধ এখন অনেকটা উষ্ণ হয়ে উঠেছে। যথেষ্ট কারণও রয়েছে এর পেছনে। আইসল্যান্ডের সাথে মেসিদের ড্র এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যারাডোনার উত্তরসূরীদের লজ্জাজনক হার, স্নায়ূ যুদ্ধকে আরো উসকে দিয়েছে। এখন সম্পর্কে এতোটাই টানা পোড়ন দেখা দিয়েছে যে, ইতোমধ্যে খবরের কাগজে চাউর হয়েছে আর্জেন্টিনার গেইট দিয়ে শ্বশুর বাড়ি ঢুকবেন না নববধূ!

বিশ্বকাপ ফুটবলকে সবাই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে চিনি। তবে যতই গৌরবমণ্ডিত হোক না কেন এর রয়েছে কিছু লজ্জাজনক, কলঙ্কিত ও স্বরণীয় মুহুর্ত। আজ আপনাদের সামনে এমনি ঘটে যাওয়া ফুটবলের একটি কলঙ্কিত অধ্যায় নিয়ে আলোচনা করব।

১৯৩০ থেকে ১৯৫৮ সালের মধ্যকার অনুষ্ঠিত আসরগুলো বলা যায় ভালোভাবেই পরিচালিত হয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালের দিু‘টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। কিন্তু প্রশ্ন উঠে তার পর থেকেই।

বিশ্বকাপ ১৯৬২ (আয়োযক চিলি): ১৯৬২ সালের বিশ্বকাপে ইতালি এবং চিলির মধ্যকার ম্যাচটিকে বিশ্বকাপের একটি কলঙ্কিত ম্যাচ বলা হয়ে থাকে। এই ম্যাচটিকে অবশ্যই ফটবল ম্যাচ না বলে মার্শাল আর্টসের প্রদর্শনী বলাই ভাল। ফ্লাইং কিক, কিল, ঘুষি কি ছিল না সেই ম্যাচটিতে!
একজন খেলোয়াড়কে চেপে ধরেন প্রতিপক্ষের প্রায় সবাই!

মাঠের এই যুদ্ধবস্তা নিয়ন্ত্রণের জন্য তিনবার পুলিশি সাহায্য নিতে হয়েছে রিপারিকে! ইতিহাসে এই ম্যাচটি ‘ব্যাটল অব শানিতয়াগো’ নামে পরিচত। ম্যাচ শেষে ইতালি টিমকে পুলিশি পাহারায় নিতে হয়েছে।
পুলিশি পাহাড়ায় মাঠ ছাড়ছেন ইকতালির খেলোয়াড়রা

সকলেরই কামনা থাকবে প্রযুক্তির জয়জয়কার এই যুগে সুন্দরভাবে পরিচালিত হোক ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এগিয়ে চলুক গৌরব, উজ্জল এবং মাথা উচু করে।

ধারাবাহিক চলবে। থাকবে ২০১৮ রাশিয়াকাপ পর্যন্ত।