মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি…কেউ এ ‍খবরটি এড়িয়ে যাবেন না দয়া করে!

**দৃষ্টি আকর্ষণ***
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি মাসে (শনি -রবিবার) আজ আগামীকাল এবং আগামী ২৩-২৪ও ৩০শে জুন বন্ধের দিনেও কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির জন্য খোলা থাকবে।

 

 

আরও পড়ুন…

সাত বছরে বিদেশে গমন ৫১ লাখ কর্মীর

২০১০ থেকে ২০১৭ পর্যন্ত দেশের অভ্যন্তরে মোট ৬৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ৫১ লাখ কর্মী বিদেশে গমন করেছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রী বলেন, প্রবাসে কর্মসংস্থান বাড়ানো এবং প্রবাসী কল্যাণের জন্য আমরা আরও যেসব কার্যক্রম গ্রহণ করেছি তার মধ্যে আছে- ফিঙ্গারপ্রিন্ট-ভিসা প্রক্রিয়াকরণসহ বিভিন্ন অভিবাসন সেবা বিকেন্দ্রায়ন ও সহজীকরণ; প্রি-ডিপার্চার ট্রেনিং এর আয়োজন; কতিপয় দেশে বিনা অথবা স্বল্প অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ; দেশভিত্তিক অভিবাসন ব্যয় নির্ধারণ ও ব্যাপক প্রচার; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে অসুস্থ ও দুর্ঘটনায় আহত কর্মীদের আর্থিক সহায়তা প্রদান ও প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে Commercially Important Person (CIP) এর মর্যাদা প্রদান ইত্যাদি।

 

এছাড়াও তিনি জানান, আমাদের সফল কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি আরব, মালয়েশিয়া ও ইরাকে মোট ১০ লাখ ৭৭ হাজার undocumented কর্মী বৈধতা পেয়েছে। অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে আমরা আইনি কাঠামোতেও সংস্কার এনেছি। ‘বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ আইন ২০১৩’, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭’ প্রণয়ন করা হয়েছে। এছাড়া বৈধ চ্যানেলে প্রবাস আয় প্রেরণে সহায়তা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তর করা হয়েছে