দুই যমজ বোন। তাদের মধ্যে মিল থাকবে সেটাই স্বাভাবিক। তবে একই কলেজে একই বিষয়ে পড়ে একেবারে একই ধরনের ফলাফল করাটা বিস্ময়করই বটে। তবে সেই বিস্ময়কর ঘটনাটিই ঘটেছে ভারতে। ভারতের বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম শ্রী যোগাদ্যা বাণীপীঠের অধ্যায়ন করেন দুই যমজ বোন চিন্ময়ী ঘোষ ও মৃন্ময়ী ঘোষ। তারা জীবনের বড় পরীক্ষায় একই নম্বর পেলেন। যদিও জন্মের সময় ১৫ মিনিট আগে পরে তাদের জন্ম।
চিন্ময়ী ও মৃন্ময়ী দুজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪০১ নম্বর করে পেয়েছেন। এমনকি ভূগল বিষয়েও দুজনেই সমান ৮০ নম্বর পেয়েছেন।
চিন্ময়ী ও মৃন্ময়ী ছোটকাল থেকেই একসাথে স্কুলে যান। একই সঙ্গে পড়তে বসেন। স্কুল পরীক্ষায়ও তারা বেশিরভাগ সময় কাছাকাছি নম্বর পান।
চিন্ময়ী ও মৃন্ময়ীর বাবা ভূতনাথ জানান, মেয়েদের জন্য গৃহশিক্ষক দিতে পারেননি। বিনা বেতনে স্থানীয় দুজন শিক্ষক চিন্ময়ী ও মৃন্ময়ীকে সব বিষয় দেখিয়ে দিতেন।
মা রীনাদেবী বলেন, ‘চিন্ময়ী ও মৃন্ময়ী একসাথে পড়তে বসে। স্কুলে যাওয়ার সময়ও একসাথে। খেতে বসলেও একসাথে। ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না।’
উচ্চমাধ্যমিকে ৪০১ নম্বর করে পেলেও মাধ্যমিক পরীক্ষায় চিন্ময়ী ৪১০ আর মৃন্ময়ী ৪০৮ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ার শখ এই দুই বোনের। এদিকে চিন্ময়ী ও মৃন্ময়ী পুলিশ হতে চান।
চিন্ময়ী ও মৃন্ময়ী বলেন, ‘সারাজীবন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। তার জন্য পুলিশের থেকে ভালো আর কী হতে পারে!’