মেসির নেতৃত্বে বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা একাদশ

হিসাব বলছে, আর মাত্র নয়দিন পরই পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসর রাশিয়া বিশ্বকাপ। তার আগেই প্রিয় দলের সমর্থন দিতে মাতোয়ারা বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাখো-কোটি দশর্ক। কেমন হবে পছন্দের দলের একাদশ। প্রিয় খেলোয়াড় থাকছেন তো সেরা একাদশে? এমন ভবনা প্রতিটি ভক্তমনে। তাই আজ গোনিউজ পাঠকদের (পর্ব-১) জন্য রয়েছে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা একাদশ। সেরা একাদশে খুঁজে নিন আপনার প্রিয় তারকাকে। দেখে নিন আপনার মনের মতো হয়েছে কিনা একাদশটি।

মূল একাদশ

গোল কিপার: পায়ের ইনজুরিতে সার্জিও রোমেরো। অনেকেই বলছেন অতিদ্রুত ফিরবেন তিনি। কিন্তু বাস্তবতা বলছে সে আশা অনেকটা ক্ষীণ। তাই চেলসি তারকা উইলি কাবায়েরোর ওপরই আস্থা আর্জেন্টিনার। ৩৬ বছর বয়সী উইলি চেলসির হয়ে নিয়মিত গোল পোস্টের অতন্দ্র প্রহরীর ভূমিকায় রয়েছেন।

ডিফেন্ড: নিকোলাস ওটামেন্ডি। ম্যানচেষ্টার হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা। মুলত তার কাঁধেই থাকবে আর্জেন্টিনার ডিফেন্ডের দায়িত্ব।

লেফট ব্যাক: ফাজিওর ওপর ভরসা রাখতে পারেন কোচ হোর্হে সাম্পাওলি। ড্রিবলিংয়ের জন্য বিখ্যাত এই দক্ষ খেলোয়াড়। লেফট-রাইট দুই জায়গাতেই ভালো দখল রয়েছে তার। ইতালির ক্লাব রোমাতে নিয়মিত খেলছেন তিনি। দীর্ঘদেহী হওয়াতে ট্যাকেলে দারুণ দক্ষতা রয়েছে ফাজিওর। সহজেই প্রতিপক্ষকে কাবু করতে পারাতয় তার জনপ্রিয়তা সবার উর্ধ্বে।

রাইট ব্যাক- গতি-ড্রিবলিংয়ের জন্য ক্রিশ্চিয়ান আনসেল্ডির ওপর আস্থা রাখতে পারে আর্জেন্টিনা। আক্রমণভাগের অতন্দ্র প্রহরী বলা যায় তাকে। ইতালির ক্লাব তরিনোতে রাইট ব্যাকে খেলে থাকেন ক্রিশ্চিয়ান আনসেল্ডি। তাই তার উপস্থিত থাকাটা অনেকটা যৌক্তিত।

সেন্টার ব্যাক: এই পজিশনে ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা জাভিয়ের মাশ্চেরানোর ওপর ভরসা করা যায়। ডিফেন্সের রাজা বলা হয় তাকে। দীর্ঘদিন বার্সায় খেলা মাশ্চেরানো এখন চাইনিজ ক্লাব হেভেই চীনা ফরচুনাতে খেলছেন। তাকে নিয়ে একবার মজা করে ম্যারাডোনা বলেছিলেন, মাঠে মাশ্চেরানো সমান দলের বাদ বাকি ১০ জন।

মিড ফিল্ড

সেন্টার মিডফিল্ড: অধিকতর সম্ভবনাময় এভার বানেগা। স্পেনের ক্লাব সেভিলাতে ১০ নাম্বার জার্সিতে খেলে থাকেন তিনি। বুঝাই যাচ্ছে, স্পেন ক্লাবে তার গ্রহণযোগ্যতা কতটুকু। অর্থাৎ আসন্ন বিশ্বকাপে মধ্যমাঠের নেতৃত্বে থাকবেন বানেগা। আশা করা যায় তার নেতৃত্বে মধ্যমাঠের দুর্দশা দূর হবে আর্জেন্টিনার।

ডান পাশ- এই পজিশনে চেলসিওর ওপর ভরসা রাখা যায়। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের অটোমেটিক চয়েসে পরিণত হয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই তারকা বর্তমানে খেলছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে।

বাম পাশ- মিড ফিল্ডের লেফট ব্যাকে নতুন আস্থা ম্যানুয়েল লানজিনি। ইংল্যান্ডের ওয়েস্টান ক্লাবের ১০ নাম্বার জার্সিধারী এই তরুণের ওপর ভরসা রাখতে পারে আর্জেন্টিনা। ইংলিশ ক্লাবের ১০ নাম্বার জার্সি। সাম্পাওলিকে বুঝতে হবে তার গ্রহণযোগ্যতা।
Caption

ফরোয়ার্ড

লেফট উইঙ্গার- বর্তমানে পিএসজিতে খেলছেন ৩০ বছর বয়স উর্ধ্ব ডি মারিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দেয়ার ক্ষমতা রয়েছে তার। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, মোটেও জোরালো শট নিতে পারেন না তিনি। এছাড়া বল বানিয়ে দেয়ার চেয়ে নিজেই শট করতে পছন্দ করেন।

রাইট উইঙ্গার- লিওনেল মেসি। মেসিকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুধু আর্জেন্টিনার নয় বরং বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা এখন তার গায়ে। আক্রমণভাগের ডান পাশের রাজা বলা হয় লিওকে।

স্ট্রাইকার: সার্জিও আগুয়েরো। ম্যানসিটির হয়ে খেলছেন আগুয়েরো। সর্বশেষ হাইতির বিপক্ষে ফিরেই দারুণ গোল করেছেন তিনি। যদিও বেশ কয়েকদিন ধরে ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। তবে ম্যানসিটির এই তারকাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন সাম্পাওলি।

মূল একাদশে সুযোগ পেতে পারেন যারা

রাইট উইঙ্গার: মেসি যে জায়গায় খেলেন জুভিন্টাসে একই জায়গায় খেলেন দিবালা। তবে এর আগে দিবালা যতবার আর্জেন্টিনার হয়ে খেলেছেন ততবারই মেসির পেছনে খেলেছেন। তবে তাকে নাও খেলাতে পারেন কোচ। আর যদি খেলেন তবে তাকে মেসির পেছনে খেলতে হবে তাকে। যদিও দিবালার প্রতি খুব একটা আস্থা নেই কোচের।

পাবন: আর্জেন্টিনার ভবিষ্যত তারকা বলা হচ্ছে পাবনকে। লেফট-রাইট দুই ক্ষেত্রেই খেলার ক্ষমতা রাখেন পাবন। তার পাস-শট চোখ চোখ ধাঁধানো। মুর্হুতে যে কারো চোখ ঝলসে দেয়ার ক্ষমতা রাখেন ২২ বছর বয়সী এই তরুণ। বর্তমানে আর্জেন্টিনার শীর্ষ ক্লাব বোকা জুনিয়ার্সের হয়ে খেলছেন তিনি।

হিগুয়েন: আর্জেন্টিনার অভিশপ্ত খেলোয়াড়ের তকমা তার গায়ে। বলা হয়ে থাকে, জাতীয় দলের ক্যারিয়ারে যত গোল করেছেন তার চেয়ে ১০ গুণ গোল মিস করেছেন হিগুয়েন। যদিও সাম্পাওলির পছন্দের তালিকায় রয়েছেন হিগুয়েন। তাই আগুয়েরোর জায়গা তাকে দেখলে চমকানোর কিছুই থাকবে না।

প্রসঙ্গত, কেবল বর্তমান অবস্থা পর্যালোচনা করেই তৈরি এই একাদশটি। ওলট-পালট হতে পারে।