ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকার কিছু অংশ খিলক্ষেত থেকে উদ্ধার

রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৯ মার্চ, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলক্ষেতে এলাকায় অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, উত্তরায় সিকিউরিটি কোম্পানির গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। খিলক্ষেত থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এখনও অভিযান চলছে।

কিন্তু কত টাকা উদ্ধার করা হয়েছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। পুলিশ কমিশনার বলেন, অভিযানের পর এ বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ সকালে ডাচ-বাংলা ব্যাংকের সাভার ইপিজেড বুথে রাখার জন্য সিকিউরিটি কোম্পানির একটি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্রিজের পাশে পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী গাড়িটিকে জিম্মি করে। এ সময় গাড়ি থেকে ১১ কোটি পঁচিশ লাখ টাকা ছিনতাই করা হয় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।