পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি ব্যাংক) এক উদ্যোক্তা তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। এসবিএসি ব্যাংকটির উদ্যোক্তার নাম তাহমিনা আফরোজ। তিনি তার কাছে থাকা ব্যাংকটির ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৪৩টি শেয়ার বিক্রি করে দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বাজার মূল্যে বিক্রি করবেন তিনি।
২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৭৫ দশমিক ১৪ শতাংশ। বাকি ২৫ শতাংশের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ শেয়ার।
তার মধ্যে উদ্যোক্তা তাহমিনা আফরোজ সাড়ে ৩ কোটি শেয়ার বিক্রি করবেন। এদিকে তার শেয়ার বিক্রির ঘোষণার দিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকা ৬০ পয়সা। তাতে ৮১৬ কোটি ৩ লাখ টাকার কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ৮৬৪ কোটি ৯৯ লাখ টাকা।