শিরোনাম দেখ চমকে উঠতে পারেন অনেকেই। তবে এটাই সত্যি। ‘দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন’-এর গবেষণা বিভাগ ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২’-এর প্রকাশিত তথ্য অন্তত এমনটাই বলছে যে, ভিসা ছাড়াই ঘোরা যাবে ৪০টি দেশ।
সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১০৩ নম্বরে। অন্যদিকে, অ্যাকসেস ৪০। অর্থাৎ, ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশের। ফলে ভিসা ছাড়াই আপনি বিশ্বের ৪০টি দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে।
৪০টি দেশের মধ্যে এশিয়ার ছয়টি, আফ্রিকার ১৬টি, ওশেনিয়ার সাতটি, যুক্তরাষ্ট্রের একটি, ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সর্বনিম্ন ২৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত এভাবে আপনি বিদেশ ভ্রমণ করার সুযোগ পাবেন।
তবে আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি ভ্রমণপিপাসু হন, তাহলে ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থানে।
শুধু পাসপোর্ট থাকলেই হবে। এসব দেশ ঘুরে আসতে কোনো ভিসা লাগবে না আপনার।