২৬ বিয়ে করেও মেটেনি স্বাদ, ১০০ বিয়ে করতে চান ৬০ বছরের প্রৌঢ়

সেঞ্চুরি করতে চান এক পাকিস্তানি। তবে ক্রিকেটের ২২ গজে নয়। তিনি শতরান করতে চান বউয়ের সংখ্যায় বা বিয়েতে। এরই মধ্যে মোট ২৬ বার বিয়ে করেছেন। ২২ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছে। স্ত্রীদের মধ্যে আছেন নাতনির বয়সি মেয়েও

৬০ বছর বয়সি ঐ পাকিস্তানি ব্যক্তির স্বপ্ন, মোট ১০০ বার বিয়ে করা। শুধু তাই নয়। প্রতি স্ত্রীর কাছ থেকেই চাই সন্তান। সন্তানের জন্ম হলেই স্ত্রীকে ডিভোর্স করেন। বিয়েপাগল ঐ প্রৌঢ়ের ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে তার পাশে বসে আছেন অল্পবয়সি গিন্নিরা।

এই মুহূর্তে প্রৌঢ়ের বাড়িতে আছেন চার জন স্ত্রী। সবার বয়স ১৯-২০ বছর। তাদের সামনেই প্রৌঢ় দ্বিধাহীন ভাবে জানান সন্তানের জন্ম হওয়ার পরই তিনি তাদের পরিত্যাগ করবেন। তিনি সন্তানের জন্যই বিয়ে করেন। সন্তানলাভের পরই বিচ্ছেদ। এটা জানার পরও তাকে বিয়ে করার জন্য আগ্রহী মেয়েরা।

তবে তিনি ত্যাগ করার পরও যাতে স্ত্রীদের কোনো অসুবিধে না হয়, সেদিকে খেয়াল রাখেন প্রৌঢ়। থাকার ব্যবস্থা করে দেন। খাওয়া-পরার খরচও যোগান দেন। জানান, এভাবে বিয়ে করে ডিভোর্সই তার শখ। নেটিজেনরা তার কথা শুনে বিস্ময়ে নির্বাক।